ওপার বাংলায় মিনি কলকাতা বইমেলা বাতিল! ক্ষতির মুখে বই-বাণিজ্য

সমাজ মাধ্যমে কলকাতা বইমেলায় ‘বয়কট বাংলাদেশ’ প্রচার চলছে।

August 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তাল ওপার বাংলা, ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভেলিয়ান থাকবে কি-না, তা নিয়ে নানান দাবি করা হচ্ছে সমাজ মাধ্যমে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিন্ড কর্তারা জানিয়েছেন, ভারত সরকার ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, সমাজ মাধ্যমে কলকাতা বইমেলায় ‘বয়কট বাংলাদেশ’ প্রচার চলছে।

কলকাতা বইমেলা প্রাঙ্গণে সবচেয়ে বড় প্যাভিলিয়ন থাকে বাংলাদেশের। বাংলাদেশের বিভিন্ন প্রকাশনী সংস্থা বইয়ের সম্ভার নিয়ে বইমেলায় যোগ দেয়। বাংলাদেশের অশান্তি পরিস্থিতির জেরে বইমেলায় কী কোনও প্রভাব পড়বে? বাংলাদেশ প্যাভিলিয়ন হবে? পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিন্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের বিষয়টি আন্তর্জাতিক প্রেক্ষাপটে, তাই সরকারের সঙ্গে আলোচনা না-করে তাঁরা এককভাবে কোনও পদক্ষেপ করবেন না।

গিন্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, সামাজিক মাধ্যমে কে, কী দাবি করল তা বিচার্য বিষয় নয়। কলকাতা আন্তর্জাতিক বইমেলার সঙ্গে দু’দেশের সম্পর্ক জড়িয়ে রয়েছে। ফলে কেন্দ্রের সরকারের সিদ্ধান্ত মতো পদক্ষেপ করা হবে। আগামী অক্টোবরের প্রথমে কলকাতা বইমেলার ‘ঢাকা চ্যাপ্টার’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তা নিয়ে আলোচনা করতে এমাসেই গিল্ড কর্তাদের বাংলাদেশ সফরের কথা ছিল। সে’সফর বাতিল করা হয়েছে। ওপারের প্রকাশনা সংস্থাগুলি কলকাতা থেকে বই ছাপিয়ে নিয়ে গিয়ে সেখানে বিক্রি করে। রকমারি ডট কম, বাতিঘর, অন্যরকম, প্রথমা, বুক চয়েজ, মিডিয়া স্টার লিমিটেড ইত্যাদি প্রকাশনা সংস্থা প্রায় দু’কোটি টাকার বই ছাপানোর বরাত দিয়েছিল কলকাতায়। বিপুল অঙ্কের বই ছাপানোর পরে কে কিনবে, তা নিয়ে মাথায় হাত প্রকাশকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen