আজ হাসপাতাল থেকে ছাড়া হবে মন্ত্রী অরূপ রায়কে
হাসপাতালে পরীক্ষা–নিরীক্ষার পর দেখা যায় যে তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। সেদিনই তাঁর একটা স্টেন্ট বসানো হয়। আপাতত অরূপ রায় স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

আজই হাসপাতাল থেকে ছাড়া হবে মন্ত্রী অরূপ রায় (Arup Roy)কে। গত রবিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের সমবায় মন্ত্রী। আচমকাই শ্বাসকষ্ট, বুকে অনুভব করেন তিনি। এরপরই তাঁকে তড়িঘড়ি ভরতি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিক পরীক্ষার পরই তাঁকে হাসপাতালে ভরতি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
শনিবার বিকেলে হাওড়া তৃণমূল (Trinamool) সদর কার্যালয়েই ছিলেন অরূপ রায়। তখনই হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। মারাত্মক অস্বস্তি নিয়েই বাড়িতে চলে যান। পারিবারিক চিকিৎসক তাঁকে দেখে প্রয়োজনীয় ওষুধপত্র দেন। সেই সময়ের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভোররাত থেকে বাড়তে থাকে বুকে ব্যথা। এরপর আর তাঁকে বাড়িতে রাখা নিরাপদ মনে করেননি চিকিৎসকরা। তাঁকে আনা হয় হাসপাতালে।
হাসপাতালে পরীক্ষা–নিরীক্ষার পর দেখা যায় যে তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। সেদিনই তাঁর একটা স্টেন্ট বসানো হয়। আপাতত অরূপ রায় স্থিতিশীল বলেই জানা গিয়েছে।