ধর্মস্থানের মিশ্র চরিত্র থাকতেই পারে, জ্ঞানবাপী মামলায় মন্তব্য সুপ্রিম বিচারপতির

একটি জরাস্ট্রিয়ান উপাসনালয়ে ক্রুশ মেলার অর্থ এই নয় যে এটা খ্রিস্টানদের ধর্মস্থল। এবং সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য।

May 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতবর্ষের মত বিরাট ও প্রাচীন দেশে কোনও ধর্মীয় স্থানের মিশ্র চরিত্র থাকতেই পারে। আজ জ্ঞানবাপী মসজিদ মামলায় এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেন, এক মুহূর্তের জন্য মন্দির-মসজিদ বিবাদ দূরে সরিয়ে রেখে ভাবুন। ধর্মস্থানের মিশ্র চরিত্র ভারতবর্ষে নতুন কিছু নয়। একটি জরাস্ট্রিয়ান উপাসনালয়ে ক্রুশ মেলার অর্থ এই নয় যে এটা খ্রিস্টানদের ধর্মস্থল। এবং সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য।

আপাতত জ্ঞানবাপী মামলায় স্থিতাবস্থার পক্ষেই সওয়াল সুপ্রিম কোর্টের। এই মামলা ফিরিয়ে দেওয়া হয়েছে বারাণসীর আদালতকেই। সেখানকার যোগ্য কোনো বিচারপতিই এই মামলা শুনবেন, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, “এটি খুবই জটিল এবং স্পর্শকাতর বিষয়। আমরা মনে করি এই মামলাটির শুনানি ডিস্ট্রিক্ট জাজের এজলাসে হওয়া উচিত। মামলার বর্তমান বিচারপতির প্রতি আমাদের কোনও বক্তব্য নেই। আমরা ইতিবাচক ভাবে মামলাটি অভিজ্ঞ বিচারকের হাতে তুলে দেওয়ার কথা বলেছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen