বুলেট আটকে দিল স্মার্টফোন, প্রাণে বাঁচলেন ইউক্রেনের জওয়ান

দেখা যাচ্ছে ২০১৬ সালে আফগানিস্তানেও এক ব্যক্তিকে রক্ষা করেছিল মোবাইল। সেদিনও ছুটে আসা গুলি মোবাইলে বিঁধে যাওয়ায় রক্ষা পান এক ব্যক্তি। 

April 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ইউক্রেনের সেনাকর্মীর প্রাণ বাঁচিয়েছে একটি স্মার্টফোন, ছবি সৌজন্যে- ইউটিউব

দিওয়ার ছবির কথা মনে আছে? বিল্লা নম্বর ৭৮৬ প্রাণ বাঁচিয়েছিল বিজয়ের। অমিতাভ বচ্চনের সেই সুপারহিট ছবির মতো ঘটনা দেখা গেল ইউক্রেনের যুদ্ধে। তবে ডকের কর্মীর আর্ম ব্যান্ড নয়, ইউক্রেনের সেনাকর্মীর প্রাণ বাঁচিয়েছে একটি স্মার্টফোন। রুশ-ইউক্রেন রণাঙ্গনে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন ওই সেনাকর্মী। রুশ সেনার ছোড়া গুলি সোজা  বিঁধে যায় তাঁর পকেটে থাকা স্মার্টফোনে। একে মিরাকল বলেই দেখছে নেট দুনিয়া। গুলিবিদ্ধ মোবাইলটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, মোবাইলটির মধ্যে আটকে রয়েছে ৭.৬৬ মিলিমিটার বোরের বুলেট। ডিসপ্লে ভেঙে চৌচির। তবু সেটিই রক্ষাকর্তা। মোবাইলে অতিরিক্ত ব্যবহার মানুষের নানা ক্ষতি করছে। বিশ্বজুড়ে নানা মহল থেকে বার বার উঠে অসে এমন অভিযোগ। সেই ডিভাইসের কামাল দেখেই এখন আপ্লুত নেট দুনিয়া। যদিও ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা জানা যায়নি। জানা যায়নি স্মার্টফোনটি কোন কোম্পানির। তবে প্রায় একই রকম একটি উদাহরণ হাতরে বের করেছেন নেট-নাগরিকরা। দেখা যাচ্ছে ২০১৬ সালে আফগানিস্তানেও এক ব্যক্তিকে রক্ষা করেছিল মোবাইল। সেদিনও ছুটে আসা গুলি মোবাইলে বিঁধে যাওয়ায় রক্ষা পান এক ব্যক্তি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen