কৃষক বিরোধী মোদি, রাজ্যজুড়ে আওয়াজ তুলে প্রচারে তৃণমূল

মোদির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, কাজ নয় রাজনৈতিক প্রচারই আপনার কাজে লাগে।

December 27, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

কৃষক(Farmers) ও কৃষি(Agriculture) ইস্যুতে বিজেপির(BJP) বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল(TMC)। দলের তরফে একযোগে বার্তা দেওয়া হল, কৃষক বিরোধী মোদি(Narendra Modi)। একুশের ভোটে কৃষক স্বার্থে এই স্লোগানকে হাতিয়ার করেই ময়দানে নামতে চলেছে রাজ্যের শাসক দল। তৃণমূল নেতৃত্বের বক্তব্যে তা স্পষ্ট। একইসঙ্গে ‘দিদিকে বলো’-র পর ‘বঙ্গধ্বনি যাত্রা’(BangaDwoni Jatra) কর্মসূচিতে ব্যাপক সাফল্যের দাবিতে সরব জোড়াফুল শিবির। সাধারণ মানুষের সমর্থনে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব তাই বর্ষশেষের আগে সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য রাজ্যজুড়ে পদযাত্রার কর্মসূচি নিয়েছে। আগামীকাল সোমবার ২৮ ডিসেম্বর রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একযোগে পদযাত্রা করবে রাজ্যের শাসক দল। নেতৃত্বের বক্তব্য, মানুষ যেভাবে সমর্থন জানিয়েছেন তা অব্যাহত থাকবে ২০২১ সালেও।
‘বঙ্গধ্বনি যাত্রা’ কর্মসূচির সাফল্যকে পুঁজি করে এগতে চাইছে রাজ্যের শাসক দল। এর আগে ২০১৯ সালে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে অভূতপূর্ব সাফল্য এসেছিল বলে তৃণমূল নেতৃত্বের দাবি। এই অবস্থায় শনিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) বলেন, ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি নেওয়া হয়েছে ২৯৪ বিধানসভা কেন্দ্রে। এজন্য ২৮ তারিখ একযোগে পদযাত্রা হবে। এছাড়াও ২৯ তারিখ বোলপুরে কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই দিনই জেলায় পদযাত্রার আহ্বান জানিয়েছেন তৃণমূলের মহাসচিব।
২০২১ সালের ১ জানুয়ারি থেকেই পুরোদস্তুর ময়দানে নেমে পড়তে চলেছে ঘাসফুল শিবির। ১ তারিখ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস মর্যাদার সঙ্গে পালন করার কর্মসূচি নেওয়া হয়েছে। ওই দিন হাসপাতালে ফল বিতরণ, দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান, রক্তদান শিবির, শিক্ষণ সামগ্রী প্রদান, বিশিষ্টদের সম্মাননা জ্ঞাপন সহ সামাজিক কর্মসূচি রয়েছে শাসকদলের। এছাড়াও আগামী জানুয়ারি মাসজুড়ে মনীষীদের শ্রদ্ধাজ্ঞাপনের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। এদিকে, কৃষকদের নিয়ে নরেন্দ্র মোদি সরকার বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছে না, এমনটাই অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের তরফে টুইট করে প্রশ্ন তোলা হয়েছে, যদি নরেন্দ্র মোদি বাংলার কৃষকদের জন্য এতটাই উদ্বিগ্ন হন তাহলে কেন কিছু করা হয় না যখন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখেন? মোদির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, কাজ নয় রাজনৈতিক প্রচারই আপনার কাজে লাগে। বাংলাকে কেন প্রতিনিয়ত নিশানা করা হচ্ছে এমন অভিযোগও তোলা হয়েছে। এদিনই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার(Kakoli Ghosh Dastidar) বলেছেন, কৃষক ও সাধারণ মানুষের উপর অত্যাচারের তীব্র নিন্দা করছি আমরা। বিজেপি বাংলায় দুষ্কৃতীদের এনে গণ্ডগোল করার চেষ্টা করছে। এদিনই ‘মোদি এগেইনস্ট ফার্মার’ এটা লিখে সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের সর্বস্তরের নেতৃত্ব। সন্ধ্যা পর্যন্ত দর্শকদের বিচার তথা সর্বভারতীয় ট্রেন্ডিংয়ে এই প্রচার তৃতীয় স্থানে ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen