২৪ ঘণ্টায় পাল্টে গেল জবাব! সংসদে ‘ম্যাজিক’ দেখাচ্ছে মোদী সরকার?

অন্যদিকে, একই মন্ত্রকের দুই মন্ত্রীর জবাবের মধ্যে কোনও সামঞ্জস্য নেই। যা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। সাংসদ মালা রায়ের প্রশ্ন ছিল, গত পাঁচ বছরে কত আপাত ঋণ মকুব করেছে মোদী সরকার।

December 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন , ছবি সৌজন্যেঃ Sansad TV

সংসদে চলছে শীতকালীন অধিবেশন, সেখানেই প্রশ্ন-উত্তর পর্বে মুখ পুড়ল মোদী সরকারের। কর্পোরেটদের অর্থ মকুবের পরিমাণের প্রশ্নে দুদিন দু-রকম উত্তর দিল মোদী সরকার (Modi Govt)। লিখিত জবাবে এক একজন এক এক রকম পরিসংখ্যান দিচ্ছেন। আবার সেই সব পরিসংখ্যানে আকাশ পাতাল তফাৎ। কোন পরিসংখ্যান সঠিক, তা নিয়ে সরব তৃণমূল (TMC)। তৃণমূলের প্রশ্ন, আমজনতার টাকায় কর্পোরেটদের ঋণ মকুবের তথ্যে কেন দেশকে বিভ্রান্ত করছে মোদী সরকার?

অন্যদিকে, একই মন্ত্রকের দুই মন্ত্রীর জবাবের মধ্যে কোনও সামঞ্জস্য নেই। যা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। সাংসদ মালা রায়ের (Mala Roy) প্রশ্ন ছিল, গত পাঁচ বছরে কত আপাত ঋণ মকুব করেছে মোদী সরকার। সেই সঙ্গে এনপিএ’র পরিমাণ নিয়েও প্রশ্ন করা হয়। তার লিখিত জবাবে সোমবার মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, গত পাঁচ বছরে ব্যাঙ্কগুলি মোট ১০ লক্ষ ৯ হাজার ৫১১ কোটি টাকা ঋণ মকুব করেছে। কিন্তু জবাবের ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল টাকার অঙ্ক। তৃণমূলেরই রাজ্যসভার এক সাংসদ একই প্রশ্ন তোলেন। তাঁর উত্তরে মঙ্গলবার অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভগবত কারাড (Bhagwat Karad) লিখিতভাবে জানিয়েছেন, গত পাঁচ বছরে ব্যাঙ্কগুলি মোট ৭ লক্ষ ৩৪ হাজার ৭৩৮ কোটি টাকা ঋণ মকুব করেছে।

এক দিনের ফারাকে প্রায় তিন লক্ষ কোটি টাকার ফারাক হয়ে গেল! স্বভাবতই প্রশ্ন, ২ লক্ষ ৭৪ হাজার ৭৭৩ কোটি টাকার হিসেব কোথায়? মন্ত্রী বলছেন, এক আর রাষ্ট্রমন্ত্রী বলছেন আরেক। রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen