কৃষক আন্দোলন নিয়ে ব্রিটিশ সংসদে আলোচনা, চাপে মোদী সরকার

সূত্রের খবর, ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও কৃষক আন্দোলন নিয়ে সংসদ হলে বিতর্কের দাবি উঠছিল দীর্ঘদিন থেকে। অবশেষে দেশের রীতি মেনে এই বিষয়ে জনমত গ্রহণও শুরু হয়।

March 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

তিনদিন আগেই কৃষক আন্দোলনের ১০০ দিন পূর্ণ হয়েছে। দিল্লী সীমান্তে এখনও চলছে কৃষকদের অবস্থান বিক্ষোভ। এই আবহে মোদী সরকারের ওপর চাপ বাড়িয়ে কৃষি আইন (Farm Laws) নিয়ে আলোচনা হল ব্রিটিশ সংসদে। ‘কৃষকদের সুরক্ষা’ এবং ভারতে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা’ নিয়ে আলোচনা হয়।

সূত্রের খবর, ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও কৃষক আন্দোলন নিয়ে সংসদ হলে বিতর্কের দাবি উঠছিল দীর্ঘদিন থেকে। অবশেষে দেশের রীতি মেনে এই বিষয়ে জনমত গ্রহণও শুরু হয়। আর সেই পিটিশনেই ব্রিটেনের সংসদে কৃষি আইন নিয়ে বিতর্কের পক্ষে সই করেছেন ১ লক্ষ ৬ হাজারের বেশি মানুষ। এরপরই এই ইস্যুতে আলোচনা হয় ব্রিটিশ সংসদে (British Parliament)। যা নিয়ে অবশ্য অসন্তুষ্ট দিল্লী।

লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের তরফে এই আলোচনা প্রসঙ্গে বিবৃতি দিয়ে বলা হয়, ‘আমরা খুবই দুঃখিত। যেভাবে ভারসাম্যহীন ভাবে এই বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছে তাতে তথ্যের অভাব রয়েছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং তার সংস্থাগুলিকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ভারতে থাকা ব্রিটিশ এবং বিশ্বের অন্যান্য মিডিয়াও সবটা দেখেছে। এখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের প্রশ্নই ওঠে না।’

প্রসঙ্গত, গত বছর ২৬ নভেম্বর থেকে দিল্লীর সীমানায় নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা৷ যে আন্দোলন পরবর্তী সময়ে ব্যাপক আকার নিয়েছে৷ আন্দোলনকারী কৃষকদের (Farmers Protest) পাশে দাঁড়িয়েছেন পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখ৷ আন্দোলন প্রত্যাহার করাতে এবং সমাধান বের করতে সরকারের সঙ্গে ১০ দফা বৈঠকে বসেছেন কৃষকরা৷ কিন্তু, সবই ব্যর্থ হয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen