বঞ্চনার শিকার সাংসদ-মন্ত্রীরাও! বিরোধী ছাড়াও খোদ দলের রাজ্যসভার MP-দের প্রাপ্য আটকে রেখেছে মোদী সরকার?

September 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৫: সোনিয়া গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের মতো বিরোধী নেতাদের প্রাপ্য আটকে রেখেছে মোদী সরকার, এ অভিযোগ দীর্ঘদিনের। এবার দেখা যাচ্ছে কেবল বিরোধীরাই নন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিজেপি সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) মতো বিজেপির রাজ্যসভার সদস্যদেরও প্রাপ্য‌ আটকে রেখেছে মোদী সরকার। অভিযোগ, টাকা চাইতে গেলেই বলা হয় ‘ফান্ড নেই।’

সব মিলিয়ে প্রায় ৩৩ কোটি টাকা বকেয়া মেটানো এখনও বাকি। কেবল সাংসদই নয়। আইনপ্রণয়নকারীদের ব্যক্তিগত সহকারীদের (PA) টাকাও দিচ্ছে না সংসদ বিষয়ক মন্ত্রক। জহর সরকার সহ ২০২৩ সালের পর যেসব সাংসদেরা রাজ্যসভা (Rajya Sabha) থেকে অবসর নিয়েছেন, সকলের বকেয়াও আটকে রয়েছে। অপরদিকে, লোকসভার সদস্যরা গত দু’মাস আগেই বকেয়া পেয়ে গিয়েছেন। ফলে রাজ্য‌সভার সদস্য এবং তাঁদের ব্যক্তিগত সহকারীদের বকেয়ার অর্থ আটকে রাখা নিয়েই প্রশ্ন উঠছে। দু’বছরের বকেয়া হিসেবে এক একজন সাংসদ পাবেন ১১ লক্ষ ৪ হাজার টাকা। ব্যক্তিগত সহকারীরা পাবেন ২ লক্ষ ৪০ হাজার টাকা। মোট ৩২ কোটি ৯২ লক্ষ ৮০ হাজার টাকা আটকে রেখেছে মোদী সরকার।

সম্প্রতি সাংসদদের বেতন ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে মাসিক ১ লক্ষ ২৪ হাজার টাকা। সরকার জানিয়েছিল, বেতন বৃদ্ধি কার্যকর হবে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে। ২০২৫ সালের এপ্রিল থেকে বর্ধিত অর্থ মিললেও দুই বছরের বকেয়া এরিয়ার এখনও বাকি। রাজ্যসভার সাংসদের সংখ্যা ২৪৫। প্রায় ৩৩ কোটি টাকা বকেয়া দিচ্ছে না মোদী সরকার। কবে মিলবে বকেয়া? উত্তর নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen