১২ বিরোধী সাংসদকে বরখাস্ত করে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা আদায় করেছে বিজেপি, সরব তৃণমূল
দেশের মানুষকে অন্ধকারে রেখে বিরোধী সাংসদের অধিকারকে খর্ব করে একের পর এক বিল পাশ করছে বিজেপি।

আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। ফের কৃষি বিলের মতোই বলপূর্বক আধার কার্ড ও ভোটার কার্ড সংযুক্তিকরণ বিল রাজ্যসভায় পাশের চেষ্টা বিজেপির। প্রতিবাদে সরব তৃণমূল। দেশের মানুষকে অন্ধকারে রেখে বিরোধী সাংসদের অধিকারকে খর্ব করে একের পর এক বিল পাশ করছে বিজেপি।
তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে আসছে যে, সংসদ টিভিকে সেন্সার করা হচ্ছে। উদ্দেশ্য প্রনোদিতভাবে সংসদের যাবতীয় আলোচনাকে, বিশেষ করে বিরোধীদের ভূমিকা সম্প্রচার করা হচ্ছে না। এর পিছনে রয়েছে বিজেপি সরকার। বেনজিরভাবে ১২জন বিরোধী সাংসদকে বরখাস্ত করে বিজেপি রাজ্যসভায় কৃত্রিম সংখ্যাগরিষ্ঠতা আদায় করেছে, সেই মেকি সংখ্যাগরিষ্ঠতা তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
আজ আলোচনার সময় বিরোধীরা সরব হলে ফের রাজ্যসভায় সংসদ টিভির সম্প্রচারকে সেন্সার করে দেওয়া হয়। ডেরেক ও’ব্রায়েন একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন, “আজ রাজ্যসভায় আধার কার্ড ও ভোটার কার্ড সংযুক্তিকরণ বিলের (ইলেকট্রোরাল ডিফর্ম বিল) আলোচনার সময়ে বিজেপি অচলাবস্থার সৃষ্টি করে। রাজ্যসভার প্রতিটি বিরোধী সাংসদ, আজ এই বিলের বিরোধীতা করেছেন। কিন্তু বিরোধীদের কোন কিছুই বাইরে সম্প্রচারিত হয়নি। সংসদ টিভিকে সেন্সার করে কেবল মাত্র রাজ্যসভার চেয়ারম্যান ও সরকারপক্ষের কার্যকলাপকেই সম্প্রচার করা হচ্ছে।” তিনি বলেন, “কৃষি বিলের মতো একই অবস্থার সৃষ্টি করা হয়েছে। বিজেপির আমলে দেশে পার্লামেন্টের নামে প্রহসন চালানো হচ্ছে, জরুরি অবস্থার থেকেও খারাপ পরিস্থিতি চলছে।” ওই ভিডিওতে তিনি জানিয়েছেন, মানুষকে সঠিক পরিস্থিতি সম্পর্কে জানাতে, তাকে বাধ্য হয়ে বাইরে এসে ফোনে এই ভিডিও করতে হচ্ছে।