১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না মোদী সরকার, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করবেন তৃণমূলের সাংসদরা

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তৃণমূলের সাংসদরা ১০০ দিনের পাওনা টাকা দাবি করে দিল্লিতে সরব হবেন। সেই মত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন তৃণমূলের সংসদীয় দল।

June 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নারেগা বা ১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। এই অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা চাইতে আগামী ১৬ জুন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এই দলে থাকবেন ১০ জন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করবে এই দল।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজ বাবদ রাজ্যের পাওনা প্রায় ৭ হাজার কোটি টাকা। গত ৫ মাস ধরে ১০০ দিনের কাজের খাতে রাজ্যের পাওনা টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। ফলে এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা টাকা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে আগেই সরব হয়েছেন। রাজ্যে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে তৃণমূল।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তৃণমূলের সাংসদরা ১০০ দিনের পাওনা টাকা দাবি করে দিল্লিতে সরব হবেন। সেই মত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন তৃণমূলের সংসদীয় দল।

জানা যাচ্ছে, আগামী ১৬ জুন দুপুরে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়ের নেতৃত্বে প্রায় ১০ জন সদস্যের সংসদীয় প্রতিনিধি দল গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করবেন এবং ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা মেটানোর দাবিও জানাবেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen