ভোট বড় বালাই! বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফিরছে ‘উজ্জ্বলা যোজনা’

December 9, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৩: ক’মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ফের বাংলায় সক্রিয় হতে চলেছে কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ (PM Ujjwala Yojana)। দীর্ঘ চার বছরের বিরতির পর পশ্চিমবঙ্গে বিনামূল্যে গ্যাস সংযোগ বিতরণ প্রক্রিয়া পুনরায় শুরু করতে চলেছে পেট্রলিয়াম মন্ত্রক (Ministry of Petroleum)। সূত্রের খবর, এই পর্যায়ে সারা দেশে মোট ২৫ লক্ষ রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে, যার মধ্যে সর্বাধিক ৮ লক্ষ সংযোগ পাবে বাংলা। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করেই কেন্দ্রের এই তৎপরতা।

আর্থিকভাবে অনগ্রসর পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ার লক্ষ্যে ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই প্রকল্পের সূচনা করেন। ২০২১ সালে বিধানসভা ভোটের আগে শেষবার এই প্রকল্পের সুবিধা পেয়েছিল পশ্চিমবঙ্গ (West Bengal)। তারপর থেকে রাজ্যে এই প্রকল্প একপ্রকার থমকে ছিল। ২০২৩ সালে কেন্দ্র সারা দেশে ৭৫ লক্ষ নতুন সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিলেও, বাংলাকে সেই তালিকা থেকে সম্পূর্ণ বাদ রাখা হয়।

কেন বঞ্চিত ছিল বাংলা? সেই সময় কেন্দ্রের তরফে জারি করা একটি নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সংঘাত বাঁধে। কেন্দ্রের শর্ত ছিল, জেলাস্তরে গ্রাহক নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করতে হবে, যার নেতৃত্বে থাকবেন জেলাশাসক এবং সদস্য হিসেবে থাকবেন স্থানীয় ‘বিশিষ্ট ব্যক্তিরা’। নবান্নের অভিযোগ ছিল, ‘বিশিষ্ট ব্যক্তি’র তকমা দিয়ে আসলে কমিটিতে নিজেদের দলীয় লোক ঢোকানোর ছক কষেছিল বিজেপি (BJP)। এই অভিসন্ধি বুঝতে পেরে রাজ্য সরকার সাফ জানিয়ে দেয়, তারা এই কমিটিতে থাকবে না এবং গ্যাস বিতরণের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রকেই নিতে হবে।

এই দড়ি টানাটানির জেরে রাজ্যে উজ্জ্বলা যোজনা মুখ থুবড়ে পড়ে। গত লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী স্বয়ং অভিযোগ করেছিলেন যে, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই গরিব মানুষ গ্যাস পাচ্ছেন না। যদিও পরে পেট্রলিয়াম মন্ত্রক জানিয়ে দেয়, ৭৫ লক্ষের কোটা পূর্ণ হয়ে যাওয়ায় বাংলায় আর সংযোগ দেওয়া সম্ভব নয়।

তবে লোকসভা ভোটের ফলাফল বিজেপির আশানুরূপ না হওয়ায় এবং সামনেই বিধানসভা নির্বাচন থাকায়, কেন্দ্র এবার তাদের অবস্থানে নমনীয় হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারকে কমিটিতে না রেখেই তেল সংস্থাগুলির মাধ্যমে সরাসরি সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, নবান্নও (Nabanna) এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। যেহেতু উজ্জ্বলা যোজনা পরিবারের মহিলা সদস্যদের নামেই হয়, তাই এবার গ্রাহক চিহ্নিতকরণের ক্ষেত্রে রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ কার্ডকে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে গ্রহণ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen