নির্বাচন ঘোষণার পরও টিকার বিজ্ঞাপনে মোদীর ছবি, কমিশনে তৃণমূল

সম্প্রতি গুজরাটের স্টেডিয়াম নরেন্দ্র মোদীর নামে করার প্রস্তাবেও বিতর্কের ঝড় ওঠে। এর আগে কোন জীবিত প্রধানমন্ত্রীর নামে কোন সরকারি প্রকল্প হয়নি।

March 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi
A representational image of Covid vaccination certificates

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল (Trinamool)। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরেও করোনা টিকাকরণের সংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে। যা এক রকমভাবে রাজনৈতিক প্রচার। নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগেই রাজ্যের শাসক দল নির্বাচন কমিশনের (Election Commission) কাছে যাবে বলে জানা গেছে।

সোমবার নিজে টিকা গ্রহণের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের সূচনা করেন। তার দেদার প্রচার করেছে বিজেপি।

টিকাকরণের সংসাপত্রের নীচে প্রধানমন্ত্রীর ছবি দেওয়াতে খুশি নন অনেকেই। বিরোধী দলগুলির দাবি, কেন্দ্রীয় সকারের বিভিন্ন প্রকল্পে প্রধানমন্ত্রীর ছবি সাধারণভাবে ব্যবহৃত হলেও উপভোক্তার সংসাপত্রে এই ছবি ব্যবহারের রেওয়াজ এই প্রথম।

আর এই সবই ঘটেছে মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণার পরে। এভাবে নির্বাচন বিধি লঙ্ঘনের জন্যে বিজেপির (BJP) ওপর বেজায় চটেছে দেশের অন্যান্য বিরোধী দলগুলিও। কিন্তু তৃণমূলই (Trinamool) সরাসরি বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার কথা বলেছে।

এর আগে আয়ুষ্মান ভারতের চিঠিতে প্রধানমন্ত্রীর ছবি থাকার বিষয়েও প্রচুর বিতর্ক হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিন্দাও করেন বিষয়টির।

সম্প্রতি গুজরাটের স্টেডিয়াম নরেন্দ্র মোদীর নামে করার প্রস্তাবেও বিতর্কের ঝড় ওঠে। এর আগে কোন জীবিত প্রধানমন্ত্রীর নামে কোন সরকারি প্রকল্প হয়নি।

এই সব ঘটনা থেকে এটা পরিষ্কার যে সরকারি প্রকল্পতেই রাজনৈতিক প্রচার সারতে চাইছে বিজেপি। তাও আবার নির্বাচনি বিধি ভঙ্গ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen