Operation Sindoor নিয়ে সংসদে ভাষণ দেবেন মোদী! বিরোধীদের চাপেই মুখ খুলবেন প্রধানমন্ত্রী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে মুখ খুলতে চলেছেন মোদী। সূত্রের খবর, বাদল অধিবেশনেই এই ইস্যুতে সংসদে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। সংসদের দুই কক্ষে তিনি ভাষণ দিতে পারেন। উল্লেখ্য, আগামী সপ্তাহে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য লোকসভা ও রাজ্যসভায় যথাক্রমে ১৬ ঘণ্টা এবং ৯ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। সেই আলোচনার শেষেই ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। বিরোধীদের লাগাতার আক্রমণের কারণেই কি মোদী ইস্যুতে ভাষণ দিতে চলেছেন?
সূত্রের খবর, ২৯ জুলাই এ বিষয়ে বক্তব্য রাখতে পারেন মোদী। অনেক দিন ধরেই সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে সরব বিরোধী শিবির।বিশেষ অধিবেশনের দাবিও জানিয়েছিল বিরোধী শিবির। তাতে আমল দেয়নি মোদী সরকার। সর্বদল বৈঠকেও একই দাবি জানান বিরোধীরা। বিরোধী শিবিরের দাবি, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা এড়াতে চাইছেন মোদী। সংসদে বিবৃতি এড়াতে চাইছেন।
তারপর অবশেষে আলোচনায় যেতে রাজি হয়েছে সরকার পক্ষ। আলোচনার জন্য দুই কক্ষ মিলিয়ে মোট ২৫ ঘণ্টা সময় বরাদ্দ হয়েছে। বিরোধীদের দাবি, অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে প্রধানমন্ত্রীকেই সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিতে হবে। এখন দেখার মোদী বিবৃতি দেন কি-না।