থিমের নাম ‘জিআই দুর্গা’, দুর্গাপুজো ও বাংলার জিআই পণ্যকে মেলাচ্ছে মোহিনী ভিলা আবাসিক বৃন্দ

মোহিনী ভিলার পুজো আয়োজকদের কথায়, জিআইয়ের বিষয়ে অনেকেই জানেন না।

September 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বেশ কয়েক বছর হল দুর্গাপুজোয় জাঁকিয়ে বসেছে থিম পুজোর ধারণা। থিমে আয়োজকরা কাকে কে ঠেক্কা দিতে পারে, তা নিয়ে রীতি মতো লড়াই চলে। এবার অভিনব এক থিম নিয়ে হাজির কৈখালির মোহিনী ভিলা আবাসিক বৃন্দ। তাদের থিমের নাম ‘জিআই দুর্গা’। দুর্গাপুজো ও জিআইকে মিলিয়ে দিতে চলেছেন আয়োজকরা।

প্রসঙ্গত, কোনও একটি পণ্য যদি কোনও একটি নির্দিষ্ট অঞ্চলেই কেবল উৎপন্ন হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলটি ওই পণ্যের ভৌগোলিক স্বত্বাধিকার পায়। যা জিআই ট্যাগ নামে পরিচিত। যেমন, বাংলার রসগোল্লা, বর্ধমানের সীতাভোগ-মিহিদানা, দার্জিলিংয়ের চা ইত্যাদি। এই পণ্যগুলির পরিচয় সংশ্লিষ্ট এলাকার জন্যে, ওই নামের কারণেই পণ্যগুলি জগৎ বিখ্যাত। এই জিআইয়ের কারণেই অন্য কোনও এলাকার মানুষ এগুলিকে নিজস্ব সম্পদ বলে দাবি করতে পারে না। এখনও অবধি বাংলার মোট ২২টি পণ্য জিআই তকমা পেয়েছে। আন্তর্জাতিক মঞ্চে এগুলি স্বীকৃতি পেয়েছে। এবার সাধারণ মানুষকে জিআই সম্পর্কে জানাতে থিম নিয়ে হাজির পুজো উদ্যোগক্তারা।

মোহিনী ভিলার পুজো আয়োজকদের কথায়, জিআইয়ের বিষয়ে অনেকেই জানেন না। বাংলার কোন কোন দ্রব্য জিআই স্বীকৃতি পেয়েছে, তা নিয়েও তেমন ধারণা নেই। সেই কারণে এবারের পুজো মণ্ডপে তারা জিআই তকমা পাওয়া পণ্যগুলিকে তুলে ধরার চেষ্টা করেছেন। বাংলার পটচিত্রের আদলে প্রতিমা গড়া হচ্ছে। বাংলার নিজস্ব সম্পদ ডোকরা, টেরাকোটা, মাদুরকাঠি, কাঁথা, বালুচরি দিয়ে পুজো মণ্ডপ সাজানো হবে। আম জানতাকে জানানোর জন্যে জিআই সম্পর্কে বিভিন্ন ধরনের লেখাও রাখা থাকবে। একটি সেলফি জোন রাখা হচ্ছে। সেখানে বাংলার জিআই স্বীকৃত সব পণ্যের লোগো থাকবে। ইতিমধ্যেই থিম নিয়ে সাড়া পড়েছে বলেই জানাচ্ছেন আয়োজকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen