গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন মোহিত চৌহান, এখন কেমন আছেন তিনি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: মধ্যপ্রদেশের ভোপালে লাইভ কনসার্ট চলাকালীন দুর্ঘটনার শিকার হলেন জনপ্রিয় গায়ক ও সঙ্গীতকার মোহিত চৌহান। মঞ্চে গান গাইতে গাইতেই আচমকাই হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। ঘটনার পরই দলের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাঁকে সামলে দেন।
‘এমডিনিয়াজ়১২৪’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বলি গায়ক মোহিত চৌহান মঞ্চে গান গাইছেন। মাইক হাতে গান করতে করতে মঞ্চের সামনে এগিয়ে যাচ্ছিলেন তিনি। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ ছবির ‘নাদান পরিন্দে’ গানটি গাইছিলেন মোহিত। মঞ্চ তখন স্নিগ্ধ আলোয় ভেসে যাচ্ছে। মোহিতের সঙ্গে গলা মেলাচ্ছেন কনসার্টে উপস্থিত দর্শক। হঠাৎ মঞ্চে ঘটল অঘটন।
ভোপালের এইমসে (AIIMS) একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন শিল্পী। চারদিকে জমে উঠেছিল তাঁর সুরের আবহ। স্টেজে এগিয়ে যাওয়ার সময় পাশেই থাকা আলোর স্ট্যান্ডের একটি অংশে পা আটকে যায় তাঁর। আর তাতেই ভারসাম্য হারিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে তুলে প্রাথমিক চিকিৎসা করানো হয়। কয়েক সেকেন্ডের ঘটনার পর মোহিত আবার পারফর্ম্যান্স শুরু করে দেন। বর্তমানে মোহিত চৌহান ভাল আছেন। তাঁর কোনও ধরনের আঘাত লাগেনি।