পেত্রাতোসের ৩, কেরলকে ৫ গোল দিয়ে সবুজ মেরুন নৌকা ভাসল ISL-এ

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মোহনবাগানের হয়ে ৩-১ পেত্রাতোস। এর পরেই ৮১ মিনিটে প্রভিন কান্নলি কেরলের হয়ে গোল শোধ দিয়ে ৩-২ করে ব্যবধান কমান। কিন্তু লাভ হয়নি

October 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত পাঁচ গোল দিয়ে কেরল-বধ করল এটিকে মোহনবাগান। রবিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সকে ৫-২ গোলে হারাল এটিকে মোহনবাগানসবুজ মেরুন ব্রিগেড। ম্যাচে হল মোট সাত গোল, তারমধ্যে তিন গোল হল শেষ ১০ মিনিটে।

আজ ম্যাচের ৬ মিনিটে গোল করে কেরলকে এগিয়ে দেন ইভান কালুউঝিনি। আক্রমণাত্মক খেলার সুবাদে ২৬ মিনিটে মোহনবাগানের হয়ে সমতা ফেরান পেত্রাতোস। তারপরেই ৩৮ মিনিটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন কাউকো। প্রথমার্ধের খেলা শেষ মোহনবাগান ২-১-এ এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে মোহনবাগানের হয়ে ৩-১ পেত্রাতোস। এর পরেই ৮১ মিনিটে প্রভিন কান্নলি কেরলের হয়ে গোল শোধ দিয়ে ৩-২ করে ব্যবধান কমান। কিন্তু লাভ হয়নি। ৮৮ মিনিটে মোহনবাগানের হয়ে গোল করে ৪-২ করেন লেনি রদ্রিগেস। অতিরিক্ত সময়ে, ম্যাচের ৯২ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে মোহনবাগানের পক্ষে ৫-২ করেন পেত্রাতোস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen