দল ছাড়লেন উইলিয়ামস, বসুন্ধরা ম্যাচের আগে রক্তক্ষরণ অব্যাহত সবুজ-মেরুন শিবিরে
সূত্রের খবর, শুধু উইলিয়ামসই নন, মোহনবাগান ছাড়ছেন প্রবীর দাসও। রয় কৃষ্ণের মতো তারকা এখনও টিঁকে থাকলেও সবুজ-মেরুন শিবিরের টালমটালে যথেষ্ট হতাশ মোহনবাগান সমর্থকরা।

সবুজ-মেরুন শিবিরের জন্য আরও একটা খারাপ খবর। ক্লাব ছাড়ছেন ডেভিড উইলিয়ামস(David Williams)। সুত্রের খবর, মোটা টাকার বিনিময়ে মুম্বাই সিটি এফসি দলে যোগ দিচ্ছেন তিনি।
এএফসি কাপে মোহনবাগানের পারফরম্যান্স মোটেও স্বস্তিদায়ক নয়। প্রথম ম্যাচেই গোকুলাম কেরল (Gokulam FC) এফসি-র বিরুদ্ধে ২-৪ ব্যবধানে হেরে কিছুটা হলেও চাপে মোহনবাগান।
বাংলাদেশের শক্তিশালী ক্লাব বসুন্ধরা ম্যাচের আগে চিন্তায় সবুজ-মেরুন শিবির। কারণ আগের ম্যাচে চোটের কারণে বসুন্ধরার বিরুদ্ধে ডিফেন্সে খেলতে পারবেন না তিরি।
সূত্রের খবর, শুধু উইলিয়ামসই নন, মোহনবাগান ছাড়ছেন প্রবীর দাসও। রয় কৃষ্ণের মতো তারকা এখনও টিঁকে থাকলেও সবুজ-মেরুন শিবিরের টালমটালে যথেষ্ট হতাশ মোহনবাগান সমর্থকরা।