চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্র করল মোহনবাগান
ম্যাচের শুরু থেকে বলের দখল বেশি ছিল মোহনবাগানের দিকেই। একাধিকবার গোল করার ভালো সুযোগ পেলেও নষ্ট করে মোহনবাগান। আক্রমণের পর আক্রমণ করেও গোল এল না।
January 21, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার ১০ নম্বরে থাকা চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মাঠে নামে সবুজ-মেরুন। গোলশূন্যভাবে শেষ হল মোহনবাগান-চেন্নাইয়িন ম্যাচ। পর পর দু’ম্যাচ ড্র করল তারা।
ম্যাচের শুরু থেকে বলের দখল বেশি ছিল মোহনবাগানের দিকেই। একাধিকবার গোল করার ভালো সুযোগ পেলেও নষ্ট করে মোহনবাগান। আক্রমণের পর আক্রমণ করেও গোল এল না।
অন্যদিকে ৩০ মিনিটের পর থেকে আক্রমণের চাপ বাড়ায় চেন্নাইয়িন। সবুজ-মেরুন রক্ষণ ভেদ করে আর গোল করতে পারেনি অভিষেক বচ্চনের দল।
শেষ পর্যন্ত ১ পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে।