মণ্ডপে নো-এন্ট্রি, সংক্রমণ রুখতে সতর্ক প্রশাসন

তবে রাস্তায় ভিড় হলে কী হবে, তা চিন্তায় রেখেছে প্রশাসনকে।

October 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

একেই করোনা মহামারির আবহে লোকাল ট্রেন চলাচল বন্ধ। তার উপরে কলকাতা হাইকোর্টের নির্দেশিকার জেরে পঞ্চমীর রাতে ফাঁকাই থাকল কলকাতার রাস্তাঘাট। ‘নো এন্ট্রি জোন’-এর ব্যারিকেডের বাইরে থেকে উঁকি মেরে কেউ কেউ মণ্ডপ দেখতে চেয়েছেন বটে; কিন্তু তাতে সাধ মেটেনি। 

পুলিশ সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশিকা পালনের জন্য সব থানায় নির্দেশ পাঠিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তবে পঞ্চমীর রাতে ভিড় না থাকায় বিশ্রামের সুযোগ পেয়েছেন পুলিশকর্মীরা। জেলাগুলিতেও মণ্ডপের সামনে ব্যারিকেড। তবে রাস্তায় ভিড় হলে কী হবে, তা চিন্তায় রেখেছে প্রশাসনকে। 

আজ মহাষষ্ঠী। কলকাতা সহ জেলার রাস্তাঘাট সকালের দিকে ফাঁকা থাকলেও সন্ধের পর কী অবস্থা হবে তা নিয়ে সন্দিহান প্রশাসন। অবশ্য বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। উৎসবপ্রিয় বাঙালি আবার বৃষ্টিকে কবে কেয়ার করেছে?‌ তাই প্রশ্ন থাকছে। তবে মণ্ডপ বা রাস্তার ভিড় বেশি না থাকলেও রেস্তোরাঁ কিংবা পানশালাগুলিতে ভিড় উপচে পড়েছে। দূরত্ববিধি কেউই সেভাবে মানছেন না। এটাই চিন্তায় রাখছে প্রশাসনকে।

বারবার বলা সত্ত্বেও মানুষ যাবতীয় কোভিড বিধি মেনে চলছেন না। যার ফলে বাড়ছে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। পুলিশ-প্রশাসন এটা বুঝে গেছে, হাইকোর্টের নির্দেশিকার পর মণ্ডপে ঢোকা নিষিদ্ধ হলেও রেস্তোরাঁ এবং পানশালায় অতিরিক্ত ভিড় হবে। তাই এবার সেদিকেই কড়া নজরদারি রাখতে চাইছে পুলিশ। পুজোর এখনও বাকি ৪ দিন। তাই কোভিড রুখতে কড়া সতর্ক থাকতে চলেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen