কলকাতায় মাঙ্কি পক্স? পুনেতে পরীক্ষার জন্য গেল বিদেশফেরত যুবকের নমুনা

গায়ে ‘র‌্যাশ’ বেরোনো এবং অন্যান্য উপসর্গ আছে যুবকের।

July 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতিকী ছবি। সৌজন্যেঃ Marca

সদ্য বিদেশ ফেরত পশ্চিম মেদিনীপুরের বছর তিরিশের এক যুবককে মাঙ্কি পক্সের উপসর্গ আছে সন্দেহে কলকাতার হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হল। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এই যুবকের মাঙ্কি পক্স হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন চিকিৎসকেরা। দিন কয়েক আগেই ইউরোপের একটি দেশ থেকে ফিরেছেন তিনি। গায়ে ‘র‌্যাশ’ বেরোনো এবং অন্যান্য উপসর্গ আছে যুবকের।

যেহেতু এই যুবক বিদেশ থেকে ফিরেছেন, তাই কোনও রকম ঝুঁকি নেওয়া হয়নি। মাঙ্কি পক্স হতে পারে বলে সন্দেহ হওয়ায় পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-তে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে জানা যাবে ঠিক কী হয়েছে। রোগীকে আইসোলেশনে রাখা ছাড়াও স্বাস্থ্য দফতরের তরফ থেকে তাঁর পরিবারকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম এ রাজ্যে মাঙ্কি পক্স সন্দেহে কারও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen