আরও শুল্ক ভারতীয় পণ্যের উপর! কেন ট্রাম্পের নিশানায় নয়া দিল্লি?

December 9, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪২: ভারতের উপর আরও শুল্কের বোঝা চাপাতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)! কম দামে আমেরিকার বাজারে বিদেশি কৃষিপণ্য ঢুকে পড়ায় মার্কিন চাষিরা বেজায় ক্ষেপেছেন। কৃষকদের অভিযোগের পরই, ভারতীয় চাল ও কানাডার সারের উপর নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কৃষকদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, মার্কিন বাজারে যে দেশগুলি কম দামে পণ্য রপ্তানি করে স্থানীয় উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

মার্কিন কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করে ট্রাম্প বলেন, ভারত, চীন এবং থাইল্যান্ড থেকে কম দামে চাল আমদানির অভিযোগের তদন্ত করা হবে। অভিযোগ, ভর্তুকির জেরে আমেরিকার বাজারে সস্তায় ঢুকছে বিদেশি চাল। যার জেরে আমেরিকান চালের দাম পড়ে যাচ্ছে।
অভিযোগ, ভারত, থাইল্যান্ড এবং চীনের বিরুদ্ধে। কারণ তারা খুব কম দামে চাল পাঠাচ্ছে। কৃষকদের অভিযোগ শোনার পর ট্রাম্প বলেন, ‘‘ওরা প্রতারণা করছে।’’ অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ট্রাম্প নির্দেশ দেন, কোন কোন দেশ কম দামে চাল পাঠাচ্ছে তা নথিবদ্ধ করতে। কৃষকদের আশ্বস্ত করে ট্রাম্প জানিয়েছেন, দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হবে এবং আমেরিকার পক্ষে যা প্রয়োজন তা তিনি করবেন। কানাডার সার আমদানির উপরও ‘ভারী শুল্ক’ বসানোর কথা উল্লেখ করেন ট্রাম্প, যাতে মার্কিন সার শিল্প আরও শক্তিশালী হয়।

উল্লেখ্য, কয়েক মাস আগেই ট্রাম্প ভারতীয় কিছু পণ্যে অতিরিক্ত শুল্ক বসিয়ে মোট ৫০ শতাংশ শুল্ক চাপান। তাঁর দাবি, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে না। তাই শাস্তিস্বরূপ অতিরিক্ত শুল্ক দিতে হবে। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে (India-US Trade Deal) আলোচনা শুরু করতে ১০ ও ১১ ডিসেম্বর ভারত সফরে আসছেন মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভের ডেপুটি ইউএসটিআর রিক সুইৎজার। ভারতের পক্ষ থাকবেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন একটি দল। বছরের শেষের আগে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম দফা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে বৈঠক হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen