মদ বিক্রি করে ১৩ হাজার কোটিরও বেশি আয় রাজ্যের

বিগত বছরগুলির সঙ্গে তুলনা করলে এই অঙ্কের আবগারি শুল্ক আদায় নজিরবিহীন।

April 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিগত অর্থবর্ষে রেকর্ড আবগারি শুল্ক আদায় হল রাজ্যে। ওই বছরে এই খাতে আয় হয়েছে প্রায় ১৩ হাজার ৬০০ কোটি টাকায়। মদ বিক্রি বৃদ্ধি পাওয়ায় এই পরিমাণ রোজগার সম্ভব হয়েছে বলে সরকারি সূত্রেই জানানো হয়েছে।  


বিগত বছরগুলির সঙ্গে তুলনা করলে এই অঙ্কের আবগারি শুল্ক আদায় নজিরবিহীন। চোরাচালান বন্ধ করতে নতুন আবগারি নীতি নিয়ে এসেছিল রাজ্য। কমানো হয়েছিল বিলিতি মদের দামও। এই কারণেই মূলত এই খাতে আয় বেড়েছে রাজ্যে। সূত্রের খবর, ২০১৯-২০ অর্থবর্ষে এই খাতে আদায় হয়েছিল ১১ হাজার ২৩৬ কোটি টাকা। পরের বছরে তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৩৬২ কোটি টাকায়। আর গত আর্থক বছরে আয় বেড়েছে প্রায় ১ হাজার ২৩৮ কোটি টাকা। প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়েই প্রায় ৭২০ কোটি টাকা মদ বিক্রি হয়েছিল। প্রসঙ্গত, গত নভেম্বরে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ কমানো হয়েছিল মদের দাম। অনেক ক্ষেত্রে রাজ্যে বিদেশ থেকে আমদানি করা মদের দাম দিল্লির থেকে কম। এতে রাজ্যে এই ধরনের মদ বিক্রি বেড়েছে প্রায় ২০০ শতাংশ। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen