গত ২৪ ঘন্টায় দেশে ২ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত, অ্যাকটিভ কেস নিম্নমুখীই

সর্বমোট ভাবে অবশ্য দেশে সুস্থতার হার স্বস্তিজনক।

May 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘন্টায় দেশে ২ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে বাড়লো মৃতের সংখ্যাও। তবে অ্যাকটিভ কেস টানা নিম্নমুখী এবং বেড়েছে সুস্থতার হারও। তাই, স্বস্তি মিলছে না ভারতের দৈনিক করোনা আক্রান্তের পরিসংখ্যানে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২২৫৯ জন। বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ১৫৪৪। দেশে গত ২৪ ঘন্টায় অ্যাকটিভ কেসের হার ০.০৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। এই সংখ্যা আগের দিনের থেকে বেশি। এখনও পর্যন্ত দেশ কোভিডে মোট মৃতের সংখ্যা ৫, ২৪,৩২৩ জন।

সর্বমোট ভাবে অবশ্য দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশে ৪, ২৫, ৯২,৪৫৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২৬১৪ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯১,৯৬,০০,০০০বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে, জানাচ্ছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য। গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে ৪,৫১,১৭৯ জনের করোনা পরীক্ষা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen