রাজনীতি থেকে ক্রীড়া, গোয়ার সবক্ষেত্রের বিশিষ্টজনরা মমতার উপস্থিতিতে সামিল তৃণমূলে

শ্যাম চারি, দত্তা ভেলিপ, গৌরীশ ভেলিপ, প্রিস্কো সেকুইরা, প্রদীপ গোওনকার প্রমুখের মতো বরেণ্য সমাজকর্মীরাও এদিন তৃণমূল পরিবারে সামিল হয়েছেন।

December 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোয়ায় যেন তৃণমূলের ঝড় বইছে! প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন। গতকাল ১৩ই ডিসেম্বর বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই কংগ্রেস, আম আদমি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট নেতারা তৃণমূলে যোগ দিলেন। রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও এদিন গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন হকি খেলোয়াড় পূজা যোশীলকর। শ্যাম চারি, দত্তা ভেলিপ, গৌরীশ ভেলিপ, প্রিস্কো সেকুইরা, প্রদীপ গোওনকার প্রমুখের মতো বরেণ্য সমাজকর্মীরাও এদিন তৃণমূল পরিবারে সামিল হয়েছেন।

তৃণমূলে যোগ দেওয়া গোয়ায় প্রাক্তন কংগ্রেস নেতৃত্বর মধ্যে রয়েছেন জোশ আর ক্যাব্রাল (রাজু), সামিল ভোলভইকার, আরটিআই আন্দোলনকারী সঞ্জয় দত্তাত্রে, নভদীপ ফালদেশাই। গোয়ায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানদের মধ্যে এক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের সভা থেকেই জোড়াফুলের হাত ধরলেন। তারা হলেন রাজেশ ডি নায়েক, জুলিও হেরেডিয়া, মোহন প্রিওলকার, নিকোলাস রাপোসাও, মার্থা সালডানহা প্রমুখ। যুব নেতাদের মধ্যে তানভীর আভটি, কনকলিম মিউনিসিপাল কাউন্সিলের প্রাক্তন চেয়ারপার্সন শশাঙ্ক দেশাই, মরমুগাঁও মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন নীলেশ নাভেলকাওরও রয়েছেন তৃণমূলে সামিল হওয়ার তালিকায়।

আম আদমি পার্টি নেতৃত্বর মধ্যে আব্দুল কাদের শেখ, রামা কঙ্করকার, আম আদমি পার্টির মুখপাত্র ইলাহী শেখও এদিন তৃণমূলের পতাকা তুলে নেন। এছাড়াও গোয়ায় কুম্বারজুয়া এলাকার কংগ্রেস ব্লক কমিটি থেকে শৈলেশ গোয়ান্স, কৃষ্ণনাথ, সঞ্জীব নায়েক, সন্দীপ কেড়কার, আলবিন সেকুইরা-সহ একাধিক নেতৃত্ব তৃণমূল যুক্ত হয়েছেন। সব মিলিয়ে প্রায় ৩৯ জনেরও বেশি মানুষ রাজনীতিসহ সমাজের নানা ক্ষেত্রে থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen