কৃষ্ণনগরে বিজেপি জনপ্রতিনিধি সহ তৃণমূলে যোগ দিলেন ৩৫০ নেতা-কর্মীর

আগে বিজেপি পঞ্চায়েত বোর্ড তৈরি করলেও পরে সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে এল জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েত।

September 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কৃষ্ণনগর ১ নং ব্লকের জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শুক্রবার বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন অঞ্চল সভাপতি দিলীপ দে। এছাড়াও উপস্থিত ছিলেন যুব নেতা নজরুল শেখ-সহ অনেকে। জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন রয়েছে। আগে বিজেপি পঞ্চায়েত বোর্ড তৈরি করলেও পরে সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে এল জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েত।

কৃষ্ণনগর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কার্তিক ঘোষ জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতেই বিজেপির সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তারা উন্নয়নের জন্য এলাকায় কাজ করবেন বলে জানিয়েছেন। এর ফলে নদিয়া জেলায় বিজেপি দূর্গে ফের ধস নামল তা বলা বাহুল্য। আগামীতে অনেক বিজেপি কর্মী ও নেতা তৃণমূল কংগ্রেসে আসতে চাইছে। দল সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen