বহরমপুরে ভোটের হারে পুরুষদের টেক্কা মহিলাদের, নির্ণায়ক শক্তি কি মহিলাভোট?

জানা গিয়েছে, বহরমপুর কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৫৪ শতাংশ। ৭৩.৬১ শতাংশ পুরুষ, ৮১.৬২ শতাংশ মহিলা ভোটার ভোট দিয়েছেন।

May 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
এবার পুরুষের চেয়ে মহিলা ভোট পড়েছে বেশি বহরমপুর কেন্দ্রে, প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার পুরুষের চেয়ে মহিলা ভোট পড়েছে বেশি বহরমপুর কেন্দ্রে। ফারাকটা প্রায় ৯ শতাংশের বেশি। ফলে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল। বহরমপুরের ফলাফল নিয়ে বিশ্লেষণ শুরু করেছে রাজনৈতিক মহল। মহিলা ভোটারদের বিপুল সমর্থন জোড়াফুলে থাকবে বলেই আশাবাদী তৃণমূল। ৮ লক্ষ ৭৬ হাজার মহিলা ভোটারের মধ্যে প্রায় ৮২ শতাংশ ভোট দিয়েছেন। মহিলাদের অংশগ্রহণ পার্থক্য গড়ে দিতে পারে বলেই মত রাজনৈতিক মহলের।

জানা গিয়েছে, বহরমপুর কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৫৪ শতাংশ। ৭৩.৬১ শতাংশ পুরুষ, ৮১.৬২ শতাংশ মহিলা ভোটার ভোট দিয়েছেন। ভোটারদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, বিধবা ভাতা প্রাপকের সংখ্যা প্রায় সাত লক্ষ। রাজ্যের প্রকল্পের প্রভাব ভোটবাক্সে পড়তে পারে বলে মত তৃণমূলের। তীব্র গরমের মধ্যেও লাইন দিয়ে উচ্ছ্বাসের সঙ্গে মহিলারা ভোট দিয়েছেন, ফলে অনেকেই ভাবছেন এর প্রভাব তাৎপর্যপূর্ণ।

বহরমপুরের লড়াই মূলত তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান ও পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর মধ্যে। বহরমপুরের নামি চিকিৎসক নির্মল সাহা বিজেপির টিকিটে লড়াই করছেন। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত অধীর চৌধুরী। তৃণমূল নেতাদের মতে, ভোটের অঙ্ক বলছে ইউসুফ পাঠান জিতে গিয়েছেন। বিপুল সংখ্যক মহিলা উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন, তাতে ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর দিকেই হয়েছে বলে আশাবাদী তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen