WB Assembly: বাঙালি নির্যাতন বিরোধী প্রস্তাব পেশ, ‘মোদী’ বনাম ‘জয় বাংলা’ স্লোগানে উত্তপ্ত অধিবেশন
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রস্তাব উত্থাপন করতে গিয়ে স্মরণ করান দিল্লিতে এক পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুর ওপর নৃশংসতার ঘটনা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৮: ঘোষণা মতোই মঙ্গলবার বিধানসভায় পেশ হল বাঙালি নির্যাতন-হেনস্তার বিরুদ্ধে প্রস্তাব। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রস্তাব উত্থাপন করতে গিয়ে স্মরণ করান দিল্লিতে এক পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুর ওপর নৃশংসতার ঘটনা। তাঁর বক্তব্য চলাকালীন বিজেপি বেঞ্চ থেকে ভেসে আসে বিদ্রুপ-“আহা রে!”
অবস্থা সামাল দিতে এগিয়ে আসেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শশী সরাসরি ধমক দিয়ে বিজেপি (BJP) বিধায়কদের বলেন, “চুপ করে থাকো তোমরা। তোমরা অসভ্য, অসভ্যতা করেছ।”
কটূক্তির ঝড় কিছুটা স্তিমিত হলেও, পরবর্তী আলোচনার সময় বিজেপি বিধায়করা ‘মোদী’, ‘মোদী’ স্লোগান শুরু করেন। তার পালটা হিসেবে ফিরহাদ হাকিম তোলেন ‘জয় বাংলা’র স্লোগান। মুহূর্তে গর্জে ওঠে অধিবেশন কক্ষ।
আলোচনা চলাকালীন অশোভন আচরণ করেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীকে আবারও সাসপেন্ড করল বিধানসভা। তাঁকে অপসারণে ডাকা হয় মার্শাল। উত্তেজনায় সঙ্গী বিধায়কদের নিয়ে ওয়াকআউট করলেন বিজেপি সদস্যরা।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে অভিযোগ ওঠে, দিল্লি পুলিশ নৃশংসভাবে মারধর করেছিল এক পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুকে। সেই শিশুটির শিশুটিকে আঘাত করে কান ফাটিয়ে দিয়েছিল। সেই ঘটনাকে সামনে এনে শোভনদেবের বক্তব্যেই ফের ছড়াল উত্তাপ। বিরোধী বেঞ্চের কটাক্ষ ও শাসক শিবিরের প্রতিবাদে কার্যত ঝড় তুলল মঙ্গলবারের অধিবেশন।