ছক্কা মেরে IPL-এ ৫০০০ রানের গন্ডি পার করলেন ধোনি

ধোনি সপ্তম ক্রিকেটার যিনি তার ২০৮ তম ইনিংসে আইপিএলে ৫০০০ রানের সীমা পার করলেন।

April 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলার সময় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৫০০০ রান পূর্ণ করেছেন।

ধোনি সপ্তম ক্রিকেটার যিনি তার ২০৮ তম ইনিংসে আইপিএলে ৫০০০ রানের সীমা পার করলেন। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, সুরেশ রায়না এবং এবি ডি ভিলিয়ার্সও ৫ হাজার রানের ক্লাবের অংশ।

ধোনি, চার বছরের ব্যবধানে চিপকে খেলতে গিয়ে প্রথম বলেই মার্ক উডকে ৬ মেরে স্টাইলে ইনিংস শুরু করেন।

রবীন্দ্র জাদেজা আউট হলে ধোনি সর্বোচ্চ থার্ড-ম্যান অঞ্চলের ওয়াইডের উপরে উডকে চড় মেরেছিলেন এবং তারপরে শর্ট বলটি তার দ্বিতীয় ছক্কার জন্য ডিপ স্কয়ার লেগ বাউন্ডারির উপর দিয়ে ভালভাবে ড্রিল করেছিলেন। এই প্রক্রিয়ায়, সিএসকে অধিনায়ক আইপিএলে ৫০০০ রান পার করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen