কারা কারা আসবেন তৃণমূলে? অভিষেককে তালিকা দিলেন মুকুল

সামনের সপ্তাহ থেকে সাংগঠনিক কাজ শুরু করবেন। ঘনিষ্ঠমহলে অভিষেকের সঙ্গে বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

June 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রত্যাবর্তনের পরের দিনেই সুপুত্র অভিষেকের অফিসে মুকুল রায় (Mukul Roy)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ক্যামাক স্ট্রিটের অফিসে ঘণ্টাখানেক বৈঠক চলে তিন জনের। তৃণমূল সূত্রে খবর, দলে ফিরতে ইচ্ছুক নেতাকর্মীদের তালিকা অভিষেকের হাতে তুলে দিয়েছেন মুকুল রায়। সামনের সপ্তাহ থেকে সাংগঠনিক কাজ শুরু করবেন। ঘনিষ্ঠমহলে অভিষেকের সঙ্গে বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।  

শনিবার বিকেল ৪টে নাগাদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে যান মুকুল (Mukul Roy) ও শুভ্রাংশু। ঘণ্টাখানেক ধরে চলে বৈঠক। বৈঠক নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। তবে তৃণমূল সূত্রে খবর, দলের ভবিষ্যত্‍ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার। মুকুল-ঘনিষ্ঠ কারা কারা তৃণমূলে যোগ দিতে পারেন কথা হয়েছে সেনিয়ে। সর্বভারতীয় ক্ষেত্রে দলকে কোথায় নজর দিতে হবে, তাও এসেছে আলোচনায়। বিজেপি থেকে দলে ফিরতে ইচ্ছুকদের তালিকা অভিষেকের হাতে তুলে দেন মুকুল রায়। বিজেপি সূত্রের খবর, বেশ কয়েকজন বিধায়ককে ইতিমধ্যেই ফোন করেছেন মুকুল রায় (Mukul Roy)। কেউ কেউ দলকে সেটা জানিয়েছেনও।     

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen