হবে ফুসফুস প্রতিস্থাপন, চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুলজায়া কে

চেন্নাই থেকে এক দল চিকিৎসক এসে পরীক্ষা করে ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেন। সেই মতোই চিকিৎসার জন্য কৃষ্ণা দেবীকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাই।

June 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গুরুতর অসুস্থ মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রী কৃষ্ণা রায় (Krishna Roy)। ফুসফুস প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাই। গত কয়েকদিন ধরেই চিকিৎসকেরা ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দিলেও কৃষ্ণা দেবীর শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তা থাকায় তা সম্ভব হয়নি। এবার ফুসফুস প্রতিস্থাপনের জন্য তাঁকে চেন্নাইতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত।

জানা গিয়েছে, বুধবারই কৃষ্ণা রায়কে নিয়ে যাওয়া হবে চেন্নাই। প্রথমে গ্রিন করিডর করে হাসপাতাল থেকে এয়ারপোর্ট পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই যাওয়ার পরিকল্পনা। আপাতত একমো সাপোর্টে রয়েছেন তিনি।

মাসখানেক আগেই কোভিডে (Covid19) আক্রান্ত হন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। কোভিড মুক্ত হলেও অত্যন্ত ক্ষতিগ্রস্থ হয় ফুসফুস। একমো সাপোর্টে রাখা হয় তাঁকে। চেন্নাই থেকে এক দল চিকিৎসক এসে পরীক্ষা করে ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেন। সেই মতোই চিকিৎসার জন্য কৃষ্ণা দেবীকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen