SIR শুনানির পর দেশছাড়া হওয়ার আতঙ্ক, হৃদ্রোগে মৃত্যু মুর্শিদাবাদের বৃদ্ধের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: এসআইআর (SIR) শুনানির পর দেশছাড়া হওয়ার আতঙ্কে প্রাণ হারালেন মুর্শিদাবাদের (Murshidabad) এক বৃদ্ধ। মৃতের নাম মোজাম্মেল শেখ ওরফে কালু (৬৫)। তিনি মুর্শিদাবাদের নওদা ব্লকের বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের টুঙ্গি গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের অভিযোগ, শুনানির পর থেকেই তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, যার করুণ পরিণতি এই মৃত্যু।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মোজাম্মেল শেখের (Muzammil Shaikh) বর্তমান ভোটার কার্ড (Voter card)এবং ২০০২ সালের ভোটার তালিকায় (Voter list) তথ্যে বেশ কিছু অসঙ্গতি ছিল। দুই জায়গায় নাম ভিন্ন থাকায় গত ৩১ ডিসেম্বর তাঁকে শুনানির জন্য তলব করা হয়। তিনি নির্দিষ্ট দিনে শুনানিতে হাজিরাও দেন। কিন্তু পরিবারের দাবি, বাড়ি ফেরার পর থেকেই তিনি আতঙ্কে সিঁটিয়ে ছিলেন। তাঁর মনে বদ্ধমূল ধারণা জন্মেছিল যে, তাঁকে হয়তো এবার দেশছাড়া হতে হবে।
এই মানসিক চাপের মধ্যেই মঙ্গলবার তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। গভীর রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অনুমান, অতিরিক্ত দুশ্চিন্তা ও আতঙ্কের জেরে হৃদ্রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তাঁরা বৃদ্ধের মৃত্যুর জন্য পরোক্ষে কমিশন ও এই প্রক্রিয়াকেই দায়ী করেছেন। প্রসঙ্গত, রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আতঙ্কে অসুস্থ হওয়া বা মৃত্যুর অভিযোগ আগেও উঠেছে, যা নিয়ে বারবার সরব হয়েছে রাজ্য সরকার।