জিম,শ্যুটিং, যাত্রায় বিধি শিথিল, অনুমতি দিল নবান্ন
আগামীকাল ১৮ জানুয়ারি থেকে তা কার্যকর হবে।
January 17, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আরও শিথিল হল রাজ্যের কোভিডবিধি। এবার খোলার অনুমতি দেওয়া হল জিম। এছাড়া আউটডোর শ্যুটিং, টিভি প্রোগ্রাম এবং যাত্রায় অনুমতি দিয়েছে নবান্ন।

গত ১৫ জানুয়ারি নবান্নের তরফে কোভিডবিধি শিথিল করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল ৩১ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ছে। তবে বিয়েবাড়িতে ৫০ জনের বদলে এখন থেকে উপস্থিত থাকতে পারবেন ২০০ জন।
খোলা মাঠে মেলা করা যাবে, সেই অনুমতিও দিয়েছিল নবান্ন। সেই বিজ্ঞপ্তিরই এদিন আরও সংযোজন হল। আগামীকাল ১৮ জানুয়ারি থেকে তা কার্যকর হবে।