আগামী বছর এপ্রিলেই উচ্চ মাধ্যমিক? সম্ভাব্য রুটিন গেল নবান্নে

উচ্চ মাধ্যমিকের সিলেবাস ইতিমধ্যেই ৩৫ শতাংশ পর্যন্ত কমানোর কথা ঘোষণা করেছে সংসদ।

September 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এপ্রিল মাসেই হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিকাশ ভবন এবং নবান্ন সূত্রে খবর, সেই প্রস্তাবিত রুটিন রাজ্য সরকারের কাছে পৌঁছেছে। যদিও, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এ বিষয়টি নিয়ে গোপনীয়তাই বজায় রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী পুজোর পরে স্কুল খোলার ইঙ্গিত দিয়েছেন। স্কুল খোলার জন্য তৈরি থাকতে প্রশাসনিক স্তরে পদক্ষেপও শুরু হয়েছে। সেটা সম্ভব হলে এপ্রিলে উচ্চ মাধ্যমিক নেওয়া যাবে বলেই মনে করছেন আধিকারিকদের একাংশ।নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, এপ্রিলে পরীক্ষা হবে কি না, তা নির্ভর করছে স্কুল কবে খোলা সম্ভব হবে, তার উপর।

উচ্চ মাধ্যমিকের সিলেবাস ইতিমধ্যেই ৩৫ শতাংশ পর্যন্ত কমানোর কথা ঘোষণা করেছে সংসদ। তাই, পুজোর পরে স্কুল খুললে থিওরির সিলেবাস শেষ করা নিয়ে বিশেষ সমস্যা হবে না। তবে, জোর দিতে হবে প্র্যাকটিক্যালের সিলেবাস দ্রুত শেষ করার উপরে। সেটার জন্য কয়েক মাস স্কুল খোলা থাকতে হবে। আর চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে। সেই সময়কার করোনার পরিস্থিতিও অন্যতম গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। যদি, যথাসময়ে সিলেবাস শেষও হয়ে যায়, তাহলেও এপ্রিলে করোনা পরিস্থিতি কেমন থাকে, তার উপর নির্ভর করবে পরীক্ষার ভবিষ্যৎ। তাই এই প্রস্তাবিত রুটিন নিয়ে এখনই সবুজ সঙ্কেত সরকারি স্তরে আসার সম্ভাবনা নেই। শিক্ষকরা বলছেন, প্রস্তাবিত রুটিন দেওয়া যেতেই পারে। তবে, আগে স্কুল খোলার উপর জোর দেওয়া উচিত। টেস্ট নিয়েও সংসদ এবং সরকারকে সিদ্ধান্ত জানাতে হবে। প্রসঙ্গত, স্বাভাবিক পরিস্থিতিতে মার্চেই শেষ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen