ইটাহারে ভাঙল ‘নবজোয়ারের’ রেকর্ড, বিধানসভা ভোটের আগে অভিষেকের রোড শো-তে জনস্রোত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: ক্যালেন্ডারের পাতা আর ঋতু বদলালেও জনতার উচ্ছ্বাসে ভাটা পড়েনি, বরং তা দ্বিগুণ হয়েছে। বুধবার উত্তর দিনাজপুরের ইটাহারে (Itahar) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো ঘিরে এমনই চিত্র দেখল রাজনৈতিক মহল। তৃণমূল নেতৃত্বের দাবি, ২০২৬-এর এই ভিড় ২০২৩ সালের ‘নবজোয়ার’ যাত্রার রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। আক্ষরিক অর্থেই ইটাহার হারিয়ে দিয়েছে ইটাহারকে।
এদিন কালো SUV-র মাথায় চড়ে, কালো সোয়েটার পরিহিত অভিষেককে দেখতে রাস্তার দুপাশে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয় বিধায়ক মোশারফ হোসেনের এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভিড় দেখে উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হুমায়ুন কবীরের নতুন দল, মিমের সঙ্গে জোট জল্পনা এবং মালদহে মৌসম নূরের দলত্যাগের ফলে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে তৃণমূলে যে অস্বস্তি তৈরি হয়েছিল, ইটাহারের এই জনসমুদ্র তা অনেকটাই প্রশমিত করবে।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রভাব এবং বিহার সীমানা দিয়ে মিমের সংগঠন বিস্তারের চেষ্টার মাঝে দাঁড়িয়ে, ১৫ বছর ক্ষমতায় থাকা শাসকদলের এই স্বতঃস্ফূর্ত সমাবেশকে আসন্ন নির্বাচনের ‘মাইলফলক’ হিসেবে দেখছে তৃণমূল (TMC)। ইটাহারের কর্মসূচি শেষে রাতেই মালদহে পৌঁছবেন অভিষেক। বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তাঁর বিশেষ বৈঠক রয়েছে ।