নাম নেই ২০০২-র ভোটার তালিকায়, SIR আতঙ্কে কান্দিতে আত্মঘাতী প্রৌঢ়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২০: SIR আতঙ্কে রাজ্যজুড়ে ঘটছে পরপর মৃত্যুর ঘটনা, আতঙ্কে কাঁপছে সাধারণ মানুষ। মঙ্গলবার, SIR-এর প্রথম দিনেই মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি পুরসভার বাগডাঙা এলাকায় বিষ খেয়ে আত্মঘাতী হলেন মোহন শেখ (৫৫) নামে এক প্রৌঢ়। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) তাঁর নাম না থাকায় তিনি দীর্ঘদিন ধরেই উদ্বেগে ভুগছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, SIR ঘোষণার পর থেকেই মোহন শেখ আতঙ্কিত ছিলেন। ভাবতেন, তাঁকে দেশ ছেড়ে চলে যেতে হবে। বাড়ির লোকজন বোঝানোর চেষ্টা করলেও তাঁর মানসিক অবস্থা ক্রমশ অবনতি হয়। মঙ্গলবার সকালে পাড়ার মাঠে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজে (Berhampore Medical College) পাঠানো হয়, কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনা প্রথম নয়। গত ২৮ অক্টোবর NRC আতঙ্কে আত্মঘাতী হন আগরপাড়ার প্রদীপ কর (Pradip Kar)। তাঁর ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে NRC-কে দায়ী করেন তিনি। ৩০ অক্টোবর পশ্চিম মেদিনীপুরে ক্ষিতিশ মজুমদার আত্মহত্যা করেন, তাঁর পরিবারও ২০০২ সালের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কাকে দায়ী করেছে। এমনকি নির্বাচন কমিশনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে।
২ নভেম্বর দীঘার হোটেল মালিক শেখ সিরাজউদ্দিনের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে, কিন্তু পরিবারের দাবি, একটি নথিতে বাবার নাম ভুল থাকায় তিনি উদ্বেগে ছিলেন। একইভাবে, ডানকুনির হাসিনা বেগের মৃত্যু হয় হাসপাতালে। তাঁর পরিবার জানায়, ভোটার তালিকায় নাম না থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।