লক্ষ্মীর ভাণ্ডারে জুড়ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম, ডিসেম্বর মাস থেকেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা
সব মিলিয়ে সংখ্যাটা ৫ লক্ষ ৭ হাজার। ডিসেম্বর মাস থেকে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লক্ষ্মীর ভাণ্ডারে জুড়ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম। আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পের টাকা। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এর ফলে এখন থেকে রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন।
এদিন নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা ঘোষণা করেন, সরাসরি মুখ্যমন্ত্রী ও দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন এসেছে। তাঁদের প্রকল্পের উপভোক্তা তালিকায় যুক্ত করা হল। সব মিলিয়ে সংখ্যাটা ৫ লক্ষ ৭ হাজার। ডিসেম্বর মাস থেকে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। তাদের জন্য সরকারের বাড়তি খরচ হবে ৫৪ হাজার কোটি টাকার বেশি। সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা তালিকা গিয়ে দাঁড়াচ্ছে ২ কোটি ২১ লক্ষ। ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা এই খাতে খরচ হবে সরকারের।
লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট বয়সসীমা পেরলেই সংশ্লিষ্ট উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করা হবে। তার জন্য আলাদা কোনও আবেদন করতে হয় না। এদিন সেকথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, যে আবেদনকারীর বয়স নির্দিষ্ট সীমা অতিক্রম করে গিয়েছে, তাকে অন্য প্রকল্পে যুক্ত করে নেওয়া হয়েছে। চলতি বছর বিধবা ভাতার উপভোক্তা তালিকায় জুড়বে ৪৩ হাজার ৯০০ জন নতুন আবেদনকারীর নাম। এছাড়া বিশেষভাবে সক্ষমকে মানবিক ভাতা পাবেন আরও ১৯ হাজারের বেশি মানুষ।