প্রকাশ্যে বঙ্গ BJP-র রাজ্য কমিটির পদাধিকারীদের নাম! ঠাঁই হল না দিলীপের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: বঙ্গ বিজেপির রাজ্য কমিটির পদাধিকারীদের নামের তালিকাতেও কি SIR হল? ঠাঁই হল না বঙ্গ বিজেপির সফলতম সভাপতির। বহু অপেক্ষা, প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল বঙ্গ বিজেপির রাজ্য কমিটি। ৩৫ জনের নামের তালিকা প্রকাশ্যে এসেছে। ৩৫ জনের মধ্যেও রাজ্য কমিটিতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম নেই।
বিগত জুলাইয়ে রাজ্য সভাপতি পদে বসেন শমীক ভট্টাচার্য। দুর্গাপুজোর আগেই বঙ্গ বিজেপির রাজ্য কমিটি ঘোষণার কথা ছিল। আদি, নব্য কোন্দলের জেরে কমিটি গঠন বার বার পিছিয়ে গিয়েছে। ভোটের মুখে বঙ্গ বিজেপির তরফে ৩৫ জনের রাজ্য কমিটি প্রকাশ করা হল। এবারে বিজেপির রাজ্য কমিটিতে পুরনোদের আধিক্য রয়েছে। বেশ কয়েকজন নতুন মুখ ও আনা হয়েছে। ৩৫ জনের রাজ্য কমিটিতে মহিলার সদস্য সংখ্যা সাত।
দিলীপ ছাড়াও ৩৫ জনের রাজ্য কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও নেই। এক ব্যক্তি এক পদ নীতিতে তাঁদের নাম থাকার কথাও নয়। সুকান্ত কেন্দ্রের মন্ত্রী, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু দিলীপ কোনও পদ নেই। জনপ্রতিনিধিও নন, ফলে তাঁর নাম থাকায় বিজেপির গঠনতন্ত্রে কোনও বাধা নেই।
অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায়কে রাজ্য কমিটিতে আনা হল। একই সঙ্গে তাঁকে রাজ্য সহ সভাপতির পদ দেওয়া হয়েছে। নয়া কমিটিতে আদি গোষ্ঠীর মধ্যে কয়েকজন জায়গা পেয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন তনুজা চক্রবর্তী। একদা বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন তনুজা। পরে তাঁকে পদ থেকে সরানোর হয়। এবার তাঁকেও রাজ্য সহ সভাপতি পদে আনা হল। শমীকের হাত ধরে কার্যত পুনর্বাসন পেলেন তনুজা। শাহী ফরমানে দিলীপ মাঠে নামলেও তাঁকে কি শেষ অবধি গুরুত্ব দেবেন বঙ্গের গেরুয়া নেতারা? কমিটির নামগুলি প্রকাশ্যে আসতে সে প্রশ্ন উঠল।