টিকাকরণের কৃতিত্ব ফলাতেই এবার দেশের নামি পত্রিকায় বেরোল মোদীর লেখা? জল্পনা
দেশের অন্যতম সংবাদপত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেসে ভারতের ১০০ কোটি টিকাকরণের ফলক পেরোনো নিয়ে লিখলেন তিনি।
Authored By:

দেশে সম্পন্ন হয়েছে ১০০ কোটি মানুষের টিকাকরণ। কিন্তু বিরোধীদের আন্দোলন থেকে চীনের আগ্রাসন, শাহরুখের বাড়িতে এনসিবি থেকে উত্তরাখণ্ডে ভয়াল ধস পরিস্থিতে, এই সবেতে মোদী সরকারের এই সাফল্য যেন হারিয়ে যাচ্ছিল। সামনেই বেশ কিছু রাজ্যে ভোটের দামামা বেজে উঠেছে। তারমধ্যে লখিমপুর খেরির মত ঘটনায় বিব্রত মোদী-শাহ। এই সব থেকে নিমেষে বেরিয়ে আসতে, এবং মিডিয়ার চোখে মনি হয়ে থাকতেই এবার কলম ধরলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্যতম সংবাদপত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেসে ভারতের ১০০ কোটি টিকাকরণের ফলক পেরোনো নিয়ে লিখলেন তিনি।
শুধু লেখাই নয়, আজ সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকাল ৭ টায় তাঁর অফিস সূ্ত্রে টুইট করে জানানো হয়েছে এই খবর। তবে, ঠিক কী বিষয়ে তিনি বলবেন, তার কোনও ইঙ্গিত পিএমও-র তরফে দেওয়া হয়নি। তিনি আদৌ করোনা নিয়ে বলবেন কিনা, সেটাও স্পষ্ট নয়। তবে, টিকাকরণের রেকর্ডের পর সেটাই তাঁর বক্তব্যের মূল বিষয় হতে চলেছে বলে ধারণা বিশেষজ্ঞদের।