হঠাৎ দার্জিলিং সফরে এলেন অজিত দোভাল, জল্পনা পাহাড় জুড়ে
হঠাৎই দার্জিলিং (Darjeeling) সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
July 3, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

হঠাৎই দার্জিলিং (Darjeeling) সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে কার্সিয়াংয়ের মকাইবাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে তাঁর পরিবারও ছিল। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দার্জিলিংয়ের বিধায়ক নিরাজ জিম্বা।
সূত্রের খবর, পাঁচ দিনের জন্য পাহাড় সফরে এসেছেন দোভাল। তবে তাঁর এই সফর ব্যক্তিগত না সরকারি, তা জানা যায়নি। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশাসনিক কর্মসূচি সম্পর্কেও কিছু জানা যায়নি।
তবে হঠাৎই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাহাড় সফরে আসায় জল্পনা শুরু হয়েছে।