জাতীয় বাঘ সেন্সাস শুরু, আগামী সপ্তাহে সুন্দরবনে বসছে ১৪০০-র বেশি ট্র্যাপ ক্যামেরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: সুন্দরবনে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে জাতীয় বাঘ গণনার (National Tiger Census) প্রস্তুতি, যেখানে বাঘের সংখ্যা ও তাদের সামগ্রিক স্বাস্থ্যের অবস্থা জানা হবে। প্রতি ৪ বছর অন্তর আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞের অংশ হিসেবে ২৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে পুরো ব-দ্বীপ অঞ্চল জুড়ে বসানো হবে সর্বমোট ১৮৮৪টি ট্র্যাপ ক্যামেরা। জোড়ায়-জোড়ায় বসানো এই সর্বক্ষণিক নাইটভিশন ক্যামেরাগুলি কৌশলগতভাবে নির্বাচিত বিভিন্ন স্থানে স্থাপন করা হবে।
এই ক্যামেরাগুলি টানা ৪৫ দিন সক্রিয় থাকবে এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সেগুলি সংগ্রহ করা হবে। প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সুন্দরবনের মধ্যে ভারতের অংশ ৪ হাজার বর্গ কিলোমিটারের সামান্য বেশি। ভারতীয় সুন্দরবন দুই ভাগে বিভক্ত, সুন্দরবন টাইগার রিজার্ভ ও দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগ। টাইগার রিজার্ভে রয়েছে সজনেখালী বন্যপ্রাণ অভয়ারণ্য, বসিরহাট রেঞ্জ এবং পূর্ব ও পশ্চিম জাতীয় উদ্যান। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বাঘ আবাসস্থল মূলত রায়দিঘী, রামগঙ্গা ও মাতলা রেঞ্জে।
এই ক্যামেরা-ট্র্যাপ প্রক্রিয়ায় অংশ নেবেন প্রায় ২৫০ জন বনকর্মী, যাদের ১৫টি দলে ভাগ করে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট “স্টেটাস অফ টাইগার্স ২০২২”-এ দেখা গিয়েছিল, দেশে বাঘের সংখ্যা ৩ হাজার ৬৮২-র মতো, যার মধ্যে সুন্দরবনে ছিল ১০১। এবারের জাতীয় গণনা আরও বিস্তৃত আকারে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশের ৫৮টি ব্যাঘ্র অভয়ারণ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন এই গণনার ফলাফল ভবিষ্যৎ সংরক্ষণ পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ সুন্দরবনের মতো জটিল ভূপ্রকৃতিতে বাঘের বাস্তব উপস্থিতি ও চলাচলের তথ্য সংরক্ষণ নীতিকে আরও শক্তিশালী করে তুলবে।