Bihar Election: সম্পন্ন NDA-র আসনরফা! কত আসনে লড়বেন নীতিশ?

October 12, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: কাজিয়া-ঝগড়া কাটিয়ে অবশেষে সম্পন্ন হল NDA-র আসনরফা। জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দলই ১০১টি করে আসনে লড়বে। রবিবার, আসনরফার ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

রবিবার বিকেলে বিহার নির্বাচনে বিজেপির ইনচার্জ ধর্মেন্দ্র X হ্যান্ডেলে জানান, ‘এনডিএ শরিকরা আসনবণ্টন নিয়ে সমঝোতা সেরে ফেলেছে। আসনরফা মেনে নিয়েছে সকলে। বিহারে ফের সরকার গড়বে এনডিএ।’ ১০১টি করে আসনে লড়বে বিজেপি (BJP) এবং জেডিইউ (JDU)। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি লড়বে ২৯টি আসনে। কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝির রাষ্ট্রীয় লোক মোর্চা লড়বে ৬টি আসনে। হিন্দুস্তানি আওয়াম মোর্চাও ৬টি আসনে লড়বে।

আসনবণ্টন নিয়ে NDA-র মধ্যে কম কোন্দল হয়নি। নীতিশ দাবি করেছিলেন, বিজেপি যে সংখ্যক আসনে লড়বে, তার চেয়ে একটি হলেও বেশি আসন ছাড়তে হবে জেডিইউকে। পাটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন তাঁর সঙ্গে। নীতিশের দাবি শেষ অবধি মানল না বিজেপি। সমান সংখ্যক আসনে লড়বে দুই শরিক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen