পাটলিপুত্র দখলের পথে NDA, নীতিশ কতটা প্রাসঙ্গিক! এবার মুখ্যমন্ত্রীর কুর্সি কার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০৫: বিহার বিধানসভা নির্বাচনের গণনা চলছে। পাটনায় গেরুয়া আবির উড়ছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে নীতীশ-BJP-র NDA জোট। অনেকটাই পিছিয়ে তেজস্বী যাদবদের মহাজোট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৩টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে NDA। তার মধ্যে BJP এগিয়ে রয়েছে ৮৩টি আসনে, নীতীশ কুমারের JDU এগিয়ে ৭৪টি আসনে। বিহার শাসন করবে NDA-ই, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এখন নয়া প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হবেন?
নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী হবেন না-কি নতুন কেউ নির্দিষ্ট করে বললে BJP-র কেউ মুখ্যমন্ত্রী হবেন? মহারাষ্ট্র মডেলে নীতিশ দ্বিতীয় শিন্দে হয়ে যাবেন না তো?
বিহার নির্বাচনের আগে, প্রচার পর্বে কৌশলগতভাবে বিজেপি কোনওভাবেই বলতে চায়নি, জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী কে? বা নিশ্চিতও করেনি নীতীশ কুমারই ফের মুখ্যমন্ত্রী হবেন। মোদী, শাহ কেউই স্পষ্ট করেননি।
এবার প্রথম থেকেই নীতিশের ডানা কাটতে চেয়েছিল বিজেপি। তাই আসন সমঝোতায় নীতিশকে প্রায় সমান সমান আসন ছেড়েছিল বিজেপি। বুঝিয়ে দেওয়া হয়েছিল, NDA জোটে নীতিশ নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবেন না। অতীত অভিজ্ঞতায় একাধিকবার শিবির বদলেছেন নীতিশ। শেষবারের গদি বদল মেনে নিতে পারেনি শাহ শিবির।
জোটের আর এক শরিক লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান বিজেপির লোক। চিরাগ নীতীশ বিরোধী বলে পরিচিত। নীতীশের পরিবর্তে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করার হলে চিরাগ আনন্দে সমর্থন করবেন। নীতীশ কুমারের পার্টির অনেক বিধায়ক ও নেতাকে বন্ধু বানিয়ে ফেলেছে বিজেপি। তাঁরা বিজেপিকে সাহায্য করতে পারেন বলেই মত রাজনৈতিক কারবারিদের।
সাধের মুখ্যমন্ত্রী চলে যেতে বসলে নীতিশ কি চুপচাপ দেখবেন? নীতীশ পোড় খাওয়া নেতা। তিনি যে তেজস্বীর হাত ধরবেন না তার কোনও নিশ্চয়তা নেই। তেমনটা হলে দিল্লির কি হবে, কেন্দ্রে বিজেপির যে নীতিশকে প্রয়োজন। ফলে জনাদেশের পরেও অনেক কিছু হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। খেলা ভাঙার খেলা না হয়ে যায় বিজেপির বিহার জয়!