পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত: ‘সিঁদুর’-এর পরিণাম মনে করালেন ভারতীয় বায়ুসেনা প্রধান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫১: ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) শুক্রবার পুনরায় মনে করিয়ে দিয়েছে যে গত মে মাসে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সময় তাঁরা পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ (Shehbaz Sharif) রাষ্ট্রপুঞ্জে (UNGA) তার বক্তৃতায় ভারতের সামরিক অভিযান সম্পর্কে বিকৃত তথ্য উপস্থাপনের কয়েক দিন পরই বায়ুসেনা প্রধান এই বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন।
বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং (Chief Marshal Amar Preet Singh) বায়ুসেনা দিবসের ৯৩তম বর্ষের অনুষ্ঠানে তাঁর বক্তব্যে জানান, ভারত পাকিস্তানের এফ-সিক্সটিন (F16) এবং জেএফ-সাতের (JF6) শ্রেণীর পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওতে নিরীহ নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী যে শক্তি ও নিপুণতা দেখিয়েছে, তা সারা বিশ্ব দেখেছে। ভারত পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) অবস্থিত ন’টি সন্ত্রাসী শিবির ও ঘাঁটি গুঁড়িয়ে দেয়।
বায়ুসেনা প্রধান বলেন, “অপারেশন সিঁদুরে আপনারা দেখেছেন নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য সন্ত্রাসীরা তার মূল্য চুকিয়েছে। বিশ্ব দেখেছে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আমরা ৩০০ কিলোমিটার জুড়ে লক্ষ্যগুলোতে আঘাত হানি, তারপরই তারা যুদ্ধবিরতির আবেদন জানায়।” তিনি দেশের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থারও প্রশংসা করেন, যা প্রায় ১০০ ঘণ্টার এই সংঘর্ষে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত বা ধ্বংস করতে সক্ষম হয়েছিল।