পাহাড় থেকে বিজেপিকে উৎখাত করার ডাক মোর্চার

২০২৪ সালে আমরা সেই দলকেই সমর্থন করবো যারা গোর্খাল্যান্ডের দাবী সমর্থন করবে। ৬ই ডিসেম্বর প্রকাশ্য জনসভা করবেন বিমল গুরুং।

November 30, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

সাড়ে তিন বছর পর কার্শিয়ংএ এক জনসভা থেকে গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) বিমল গুরুং (Bimal Gurung) গোষ্ঠীর সেকেন্ড ইন কমান্ড রোশন গিরি পাহাড় থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন। গত মাসেই গোর্খা জনমুক্তি মোর্চা প্রায় ১১ বছরের জোট ভাঙে বিজেপির সঙ্গে। গোর্খাল্যান্ডের স্বপ্ন তারা কোনও মূল্যে ছাড়তে পারবেন না, জানান তিনি।

প্রায় সাড়ে তিন ঘণ্টার এই জনসভায় তিনি বলেন গত ১১ বছর বিজেপির (BJP) সঙ্গে জোট করেও পাহাড় নিয়ে কোনও স্থায়ী রাজনৈতিক সমাধান হয়নি। এই জনসভা থেকে দুটি বার্তা খুব স্পষ্ট করে দেন তারা। তাদের উদ্দেশ্য বিজেপি এবং ঐ দলেরই বিনয় তামাং গোষ্ঠীকে আক্রমণ করা। যদিও বর্তমানে মোর্চার উভয় গোষ্ঠীরই তৃণমূলের (TMC) সঙ্গে জোট।

গিরি বলেন, বিজেপিকে বিশ্বাস করা যায়না। তাদের দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ২০১৬ সালে নির্বাচনী সভায় বলেন, পাহাড়ের ১১টি জনজাতিকে উপজাতির তকমা দেবেন। কিন্তু, আজ পর্যন্ত সেই বাবদ কিছু করা হয়নি। ২০১৯ সালের লোকসভার ইস্তেহারেও বিজেপি প্রতিশ্রুতি দেয় পাহাড় নিয়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করার। তাও অথৈ জলে।

২০১৪ সাল থেকে কেন্দ্রের শাসক দলের সঙ্গে জোটে থাকার পরেও পাহাড়ের কোনও উন্নতি হয়নি। আমরা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ২৩বার দেখা করেছি। ২০১৭ সালের ১০৪দিন ব্যাপী বিক্ষোভ আমরা তুলে নিই ১৫ দিনের মধ্যে বৈঠকের প্রতিশ্রুতিতে। কিন্তু, সেকথাও রাখেনি বিজেপি।

তিনি বলেন, এই বছরের ২১শে জুলাই তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে একই বিষয় নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, এই বৈঠকে বিমল গুরুং, তিনি, নিমা তামাং ও বিনু সুন্দাস ছিলেন মোর্চার তরফে। অমিত শাহ তাদের আশ্বাস দিয়েছেন অসম নির্বাচনের পর তিনি ঐ ১১জনজাতির বিষয়টি দেখবেন।

তিনি আরও বলেন, আমরা গোর্খাল্যান্ড নিয়ে বৈঠক করতে চেয়েছিলাম। কিন্তু, বঙ্গ বিজেপি সেই বিষয় বদলে জিটিএ করে দেয়। বিজেপি শুধু নিজের দলের সমর্থন বাড়াতে চায়। তাদের এখান থেকে উচ্ছেদ করতে হবে।

তিনি বলেন, ২০২৪ সালে আমরা সেই দলকেই সমর্থন করবো যারা গোর্খাল্যান্ডের দাবী সমর্থন করবে। ৬ই ডিসেম্বর প্রকাশ্য জনসভা করবেন বিমল গুরুং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen