বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে রুপো জিতে দেশবাসীকে রুপোলি সকাল উপহার নীরজের

২৪ জুলাই সকালে নিজের প্রথম থ্রো ফাউল করে বসেন নীরজ

July 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ Brian Snyder / Reuters

অলম্পিকে দেশকে এনে দিয়েছিলেন সোনা। কিন্তু জয়ের খিদে আজও অটুট নীরজের। ২৪ জুলাই সকালে বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে দেশকে রুপো এনে দিলেন নীরজ চোপড়া।

এদিন ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে নজির গড়লেন সোনার ছেলে। বিগত ১৯ বছর যাবৎ বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে পদক জয়ের স্বাদ পায়নি ভারত। প্রতীক্ষার অবসান ঘটালেন নীরজ। দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে ইতিহাস সৃষ্টি করে পদক এনে দিলেন তিনি।

২৪ জুলাই সকালে নিজের প্রথম থ্রো ফাউল করে বসেন নীরজ। দ্বিতীয় ও তৃতীয় থ্রো যথাক্রমে ৮২.৩৯ মিটার এবং ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করে। চতুর্থ থ্রোয়ে রুপো নিশ্চিত করে ফেলেন অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন তারকা। চতুর্থ থ্রোতে ৮৮.১৩ মিটার দূরে পৌঁছয় জ্যাভলিন। স্বভাবতই তাঁর পরিবার থেকে শুরু করে প্রতিটি ভারতবাসী সকলেই নীরজের এই জয়ে অত্যন্ত খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen