নেতাজি জন্মজয়ন্তী ‘দেশপ্রেম দিবস’ – বৃহত্তর আন্দোলনে যেতে পারেন চন্দ্র বসু

আগামী ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৩তম জন্মবার্ষিকী। তার প্রাক্কালে আজ ওনার প্রপৌত্র চন্দ্র কুমার বসু একটি পদযাত্রার আয়োজন করেন।

January 21, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi
ওয়াক ফর নেতাজি-র পদযাত্রা

আগামী ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৩তম জন্মবার্ষিকী। তার প্রাক্কালে আজ ওনার প্রপৌত্র চন্দ্র কুমার বসু একটি পদযাত্রার আয়োজন করেন। #Walk4নেতাজি নামক এই পদযাত্রা শুরু আগে উনি বলেন, নেতাজি জন্মজয়ন্তীকে ‘দেশপ্রেম দিবস’ না ঘোষণা করলে হবে বৃহত্তর আন্দোলন।

নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু

আজকের এই পদযাত্রাটি শুরু হয় হাজরা থেকে। এলগিন রোডে শেষ হয় মিছিলটি। অংশ নেন বহু নেতাজি অনুগামী। ‘জয় হিন্দ’ স্লোগানে মুখরিত হয় কলকাতার রাজপথ। মিছিলে অংশ নেওয়া মানুষকে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে প্রশ্ন করলে সকলেই একবাক্যে স্বীকার করেন উনি তাইহোকু বিমান দুর্ঘটনায় মারা যাননি। অবশ্য গুমনামী বাবাই নেতাজি কিনা, সেই বিতর্কেও কেউ যেতে চাননি।

জয় হিন্দ’ স্লোগানে মুখরিত হয় কলকাতার রাজপথ

চন্দ্র কুমার বসুর দাবি কেন্দ্রের কাছে নেতাজি সংক্রান্ত যা ফাইল আছে, সব প্রকাশ করতে হবে এবং রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্মের ডিএনএ টেস্ট করাতে হবে। তিনি আবারও বলেন, নেতাজি যে কোনো রাজনৈতিক দলের অনেক ঊর্ধ্বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen