হাড্ডাহাড্ডি লড়াই সেনেগালের, ২-০-এ জয়ী ডাচরা

কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিন টানটান ফুটবল যুদ্ধের সাক্ষী থাকল ফুটবল দুনিয়া।

November 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিন টানটান ফুটবল যুদ্ধের সাক্ষী থাকল ফুটবল দুনিয়া। ডাচদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গেল সেনেগাল। কিন্তু খেলার শেষার্ধে ৮৪ মিনিটে গ্যাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। লড়াই করেও, ২-০-এ হার সেনেগালের।

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন সেনেগাল তারকা সাদিও মানে, রবিবার রাতে তিনি লেখেন তিনি নেই, কিন্তু ১১ জন সিংহ লড়বে। বক্স টু বক্স ফুটবল খেলে সেই লড়াইটাই লড়ল সেনেগাল। খেলার প্রথমার্ধে সমানে সমানে টক্কর চলল। প্রথমার্ধে সেনেগাল ডিফেন্স ভাঙতে পারেনি ভ্যান গালের ছেলেরা। আক্রমণনাত্মক ফুটবলের ঝলকও দেখা গেল সেনেগালের খেলোয়াড়দের পায়ে। তবে ম্যাচের ১৯ মিনিটের মাথায় সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন বার্সেলোনার তারকা ফ্র্যাঙ্কি ডি জঙ।

দ্বিতীয়ার্ধেও সহজে গোলের মুখ খুলতে পারেনি নেডারল্যান্ডস। ৮৪ মিনিটে এক গোলে এগিয়ে যায় তারা। নির্ধারিত সময়ের পরে প্রায় নয় মিনিট অতিরিক্ত সময় যোগ হয়। শেষ মুহূর্তে ইনজুরি টাইমে ৯৯ মিনিটে গোল করেন ক্লাসেন। ২ গোলে এগিয়ে যায় নেনেদারল্যান্ডস। ২-০ ফলাফলেই শেষ হয় নেদারল্যান্ডস-সেনেগাল দ্বৈরথ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen