জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য মোদীকে ‘ধন্যবাদ জ্ঞাপন’ নেটনাগরিকদের

কেউ তো আবার গাড়ির ওপর শুয়েই প্রণাম করছেন প্রধানমন্ত্রীকে। আর এই প্রণাম করার ছবিই ওই হ্যাশট্যাগ দিয়ে টুইট করছেন তাঁরা। আর এখন এতেই মজে টুইটার।

July 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জ্বালানির মূল্যবৃদ্ধি (fuel price hike) নিয়ে গোটা দেশ জুড়েই প্রতিবাদ চলছে। বিক্ষোভে সামিল হয়েছে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শান্তিপূর্ণ আন্দোলন করা হচ্ছে। কখনও গরুর গাড়ির মিছিল বা কখনও সাইকেলে চেপে সংসদ ভবনে ঢুকছেন সাংসদরা। এরকম অভিনব কায়দায় প্রতিবাদ বোধহয় দেশ এর আগে দেখেনি।

প্রতিবাদে অভিনবত্বর ছাপ রেখেছেন নেটনাগরিকরাও। টুইটার মানেই অভিনবত্বের সম্ভার। জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক অভিনব পন্থা অবলম্বন করছেন টুইটার নাগরিকরা। শুরু হয়েছে #ThankYouModiJiChallange। পেট্রল পাম্পে পেট্রল বা ডিজেল ভরাতে গিয়ে সেখানে মোদীর ছবির সামনে করজোড়ে ধন্যবাদ জানিয়ে ছবি তুলে পোস্ট করছেন তাঁরা।

কখনও সাষ্টাঙ্গে, কখনও আবার মাথার ওপর হাত তুলে, কখনও পেট্রোল পাম্পে, কখনও আবার রাস্তায়। কেউ তো আবার গাড়ির ওপর শুয়েই প্রণাম করছেন প্রধানমন্ত্রীকে। আর এই প্রণাম করার ছবিই ওই হ্যাশট্যাগ দিয়ে টুইট করছেন তাঁরা। আর এখন এতেই মজে টুইটার।

দেখে নিন সেইরকমই কিছু টুইট:

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen