কলকাতা-গেলফু আকাশপথে নব দিগন্ত, শুরু হল ভুটানের দ্বিতীয় আন্তর্জাতিক উড়ান পরিষেবা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২০: দক্ষিণ ভুটানে যাতায়াতে নতুন দিশা। কলকাতা থেকে গেলফুতে সরাসরি আন্তর্জাতিক উড়ান চালুর মাধ্যমে ভুটান ভ্রমণের অভিজ্ঞতা এবার আরও সহজ ও দ্রুত হল। সোমবার রাজকীয় অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ড্রুক এয়ারের এই পরিষেবার উদ্বোধন করেন।
পারোর পর গেলফু এখন ভুটানের (Bhutan) দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। সারপাং জেলার এই নতুন টার্মিনাল চালু হওয়ায় ভারতীয় পর্যটকদের যাতায়াতের সুবিধা বাড়বে বলে মনে করছেন ট্যুর অপারেটররা। এতদিন দক্ষিণ ভুটানে পৌঁছাতে হলে সড়কপথ বা পারো হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। নতুন রুট চালু হওয়ায় সরাসরি আকাশপথেই গন্তব্যে পৌঁছনো যাবে।
গেলফু বিমানবন্দরটি নিজেই এক আকর্ষণ। ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ২০২৩ সালের জুলাইয়ে নির্মাণকাজ শুরু করেন। ৬৮ হাজার বর্গমিটারের এই টার্মিনালে ভুটানি ঐতিহ্য আর আধুনিক স্থাপত্য মিলেছে। কাঠের ডায়াগ্রিড কাঠামো, হস্তশিল্পের নকশা আর ড্রাগন মোটিফ এর সৌন্দর্য বাড়িয়েছে। ভ্রমণকারীদের মানসিক স্বস্তির জন্য আলাদা যোগ ও ধ্যানকক্ষও রাখা হয়েছে। প্রতিদিন প্রায় ১২৩টি উড়ান পরিচালনার মতো সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে অবকাঠামো। কর্তৃপক্ষের লক্ষ্য ২০৪০ সালের মধ্যে বছরে ১.৩ মিলিয়ন যাত্রী পরিবহন।
নতুন রুটের ফলে শুধু পর্যটন (Tourism) নয়, দুই দেশের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ও বাড়বে বলে মনে করছে ড্রুক এয়ার। ভারতীয়দের ভুটান ভ্রমণের ঝোঁক গত কয়েক বছরেই বেড়েছে। সড়কপথের ঝক্কি বা পারো হয়ে ঘুরপথে দক্ষিণ ভুটানে (southern Bhutan) আসার সীমাবদ্ধতা এবার দূর হল।
টিকিটের দামও সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। এই রুটে একমুখী ভাড়ার পরিসর ৫,৫০০ টাকা থেকে ৩৫,০০০ টাকার মধ্যে।