নতুন ইনিংসে দুয়ারে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন বিধায়ক মনোজ তিওয়ারি

বাংলার প্রাক্তন অধিনায়ক ও তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছেন।

June 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের হয়ে হোক, রাজ্য কিংবা ক্লাবের হয়ে, ব্যাট হাতে চিরকাল ক্রিকেটের বাইশ গজে মাথা উঁচু করে লড়াই করতে সিদ্ধহস্ত মনোজ তিওয়ারি। এবার রাজনীতির ময়দামে এসেও একইভাবে সাবলীল ইনিংস শুরু করলেন মনোজ।

বাংলার প্রাক্তন অধিনায়ক ও তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। বিধায়ক নির্বাচিত হওয়ার পরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা মোকাবিলায় নেমে পড়েছিলেন। তারপর লকডাউন হোক বা যশ, মনোজ একনাগাড়ে কাজ করে চলেছেন।



সিটিজেন্স রেসপন্স-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২৪ ঘণ্টার অক্সিজেন পরিষেবা চালু করলেন শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। ‘অক্সিজেন অন হুইলস’-এর মাধ্যমে শিবপুরবাসীর বাড়িতে প্রাণবায়ু পৌঁছে দেবেন তিনি। আজ, শুক্রবার নিজেই টুইট করে এই কথা জানান মনোজ।

টুইটে তিনি লেখেন, “Citizen’s Response-এর সঙ্গে যৌথ উদ্যোগে শিবপুরের মানুষের জন্য আজ থেকে আমি চালু করছি #OxygenOnWheels. আর ভয় নেই, এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনের ভিত্তিতে ২৪ ঘণ্টা এবার থেকে বাড়ি বাড়ি অক্সিজেন পরিষেবা পৌঁছে দেব আমরা। মনোজ তিওয়ারি সবসময় আপনার সাথে, আপনার পাশে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen